মুম্বই: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঈশান কিষাণরা (Ishan Kishan) ঘরোয়া ক্রিকেট না খেলায় বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক(BCCI) চুক্তি থেকে বাদ পড়েছেন। তারপর থেকেই জোরাল প্রশ্ন উঠছে, কেন ভারতীয় দলে না থাকলে বাকিরাও ঘরোয়া ক্রিকেট খেলবেন না। ইরফান পাঠান যেমন দাবি করেছেন, হার্দিক পাণ্ড্যর সীমিত ওভারের ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত।
এবার কীর্তি আজাদ দাবি করলেন, বিরাট কোহলি, রোহিত শর্মারাই বা ঘরোয়া ক্রিকেটে খেলবেন না কেন?
বুধবার বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যে তালিকা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় দুই ক্রিকেটারকে ঘিরে। ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) - দুই তারকাকে বার্ষিক চুক্তির তালিকায় রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। চোট বা মানসিক স্বাস্থ্যের অজুহাতে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাওয়ার জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শ্রেয়স চোটের জন্য ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেননি। আর মানসিক স্বাস্থ্যের কথা বলে মাঠ থেকে দূরে রয়েছেন ঈশান কিষাণ। অথচ দুবাইয়ে মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁকে। অমিতাভ বচ্চনের কেবিসি-তেও গিয়েছিলেন। তারপরই বোর্ডের কঠোর অবস্থান।
যা নিয়ে আজাদ বলেছেন, 'বোর্ডের দারুণ পদক্ষেপ। প্রত্যেকের উচিত রঞ্জি ট্রফি খেলা। কিন্তু এখন তো আইপিএল সবচেয়ে বেশি গুরুত্ব পায়। আসল বিনোদন তো পাঁচদিনের ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে খেললে যে ব্যাপারে প্রস্তুত থাকা যায়। ফাঁকা থাকলে সে তুমি বিরাট কোহলি-রোহিত শর্মা যেই হও না কেন, রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত।'
ইরফান সোশ্যাল মিডিয়ায় ঘরোয়া ক্রিকেটে না খেলা সত্ত্বেও হার্দিকের বোর্ডের চুক্তির গ্রেড এ-তে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, মূলত সীমিত ওভারের ক্রিকেট খেলা হার্দিককে কেন জাতীয় দলে না থাকলে ঘরোয়া সাদা বলের ক্রিকেটে খেলতে বলা হবে না। এবার কীর্তি আজাদ রোহিত, কোহলিদের ঘরোয়া ক্রিকেটে খেলার প্রয়োজনীয়তা নিয়েও জোর সওয়াল করলেন।
আরও পড়ুন: স্থানীয় ম্যাচে গড়াপেটার চাঞ্চল্যকর অভিযোগ কোহলির সতীর্থের, রিপোর্ট চেয়ে পাঠাল সিএবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে