হায়দরাবাদ: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। আজ সমালোচকদের পাল্টা জবাব দিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তাঁর কটাক্ষ, ন’য়ের দশকে ব্রায়ান লারার আমলে শক্তিশালী দলও ভারতের মাটিতে টেস্ট জিততে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে শেষবার টেস্ট ম্যাচ ড্র করতে পেরেছিল ১৯৯৪ সালে। মোহালির সেই ম্যাচে ৯১ রান করেন লারা। এই কিংবদন্তী ভারতের মাটিতে এই একটিই টেস্ট সিরিজ খেলেন। চলতি সিরিজে প্রথম টেস্টে তিন দিনেরও কম সময়ে ইনিংস ও ২৭২ রানে হেরেছে ক্যারিবিয়ানরা। এরপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হোল্ডার বলেছেন, ‘আমরা এক নম্বর দলের বিরুদ্ধে তাদের মাঠে খেলছি। ইতিহাস বলছে, আমরা ১৯৯৪ থেকে এখানে একটিও টেস্ট ম্যাচ জিততে পারিনি। ব্রায়ান লারা সহ ওয়েস্ট ইন্ডিজের মহান ক্রিকেটাররা এই সময় খেলেছেন।’
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কার্ল হুপার বলেছেন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের তরুণ ক্রিকেটাররা শুধু টি-২০ খেলতেই আগ্রহী। তিনি অবশ্য কারও নাম করেননি। হুপারের এই মন্তব্যের বিরোধিতা করে হোল্ডার বলেছেন, ‘সবারই নিজস্ব মতামত আছে। আমি নিজের ও দলের খেলার বিষয়টি নিয়েই ভাবছি। কে কী বলছে সেটা নিয়ে ভাবার কোনও কারণ নেই। সমালোচকরা কোনওদিনই চুপ করবে না। তবে শুধু ক্রিকেট খেলেই তাদের চুপ করানোর চেষ্টা করা যেতে পারে।’
লারার দলও ভারতে টেস্ট ম্যাচ জিততে পারেনি, সমালোচকদের জবাব জেসন হোল্ডারের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Oct 2018 05:38 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -