রাজকোট: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে করুণ নায়ারের বাদ পড়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নারাজ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘নির্বাচকরা ইতিমধ্যেই এ বিষয়ে মন্তব্য করেছেন। আমি এ বিষয়ে কিছু বলার জায়গায় নেই। নির্বাচকরা তাঁদের কাজ করছেন। সুবিধামতো সবকিছু একত্রিত করা যেতে পারে। তবে সবাই নিজের কাজ করছে। বাইরে থেকে কে কী বলছে, সেদিকে কেউ মন দিচ্ছে না। যখন একজন এ বিষয়ে মন্তব্য করেছেন, তখন সেই বিষয়টি ফের উত্থাপন করা উচিত নয়। আমি যতদূর জানি, প্রধান নির্বাচক ইতিমধ্যেই সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। তাই আমার এ বিষয়ে মন্তব্য করার দরকার নেই। দল নির্বাচন আমার কাজ না। দলগতভাবে আমাদের যা করার সেটাই করছি। সবার নিজের কাজের বিষয়ে ওয়াকিবহাল হওয়া উচিত।’


ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে সুযোগ পাননি নায়ার। ওভালে পঞ্চম টেস্টে খেলার সুযোগ পান হনুমা বিহারী। একটি টেস্টেও খেলার সুযোগ না পাওয়ার পর এবার দলেই নেই নায়ার। তাঁর বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচকদের সমালোচনা করেছেন হরভজন সিংহ। এ বিষয়ে বিরাট বলেছেন, ‘সবার বোঝা উচিত, সব জায়গায় যৌথ সিদ্ধান্ত নেওয়া হয় না। সবাই মনে করছেন, এক জায়গা থেকেই সবকিছু হচ্ছে। সেই কারণেই ধন্দ তৈরি হয়েছে। তবে এই ধারণা ঠিক না।’

কাল থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তার আগে আজ ভারতীয় দল প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমরা টপ অর্ডারে বদল এনেছি। এই পজিশনে মানিয়ে নেওয়ার জন্য আমরা এই খেলোয়াড়দের (লোকেশ রাহুল ও পৃথ্বী শ) যথেষ্ট সময় দেব। ওরা যাতে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, সেটা আমরা চাই। লোয়ার অর্ডার ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। তাই সেখানে কোনও বদলের দরকার নেই। ঋষভ (পন্থ) দলের নতুন সদস্য। তবে (রবিচন্দ্রন) অশ্বিন ও (রবীন্দ্র) জাডেজা ঘরের মাঠে অনেক ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ওদের বিদেশের মাঠে তার পুনরাবৃত্তি করতে হবে। টপ অর্ডারকে জমাট করা ছাড়া এই সিরিজে আমাদের আর বিশেষ কোনও লক্ষ্য নেই।’