কলকাতা: এবার ভারতীয়-ক্রিকেটেও করোনার থাবা। করোনা আক্রান্ত বাংলা সিনিয়র দলের এক নির্বাচক। তিন দশক আগে তিনি বাংলার রঞ্জি জয়ী দলেরও সদস্য ছিলেন ওই বাঁ হাতি বোলার।
সূত্রের খবর, স্ত্রীর থেকে তাঁর করোনা সংক্রমণ হয়েছে । কয়েক সপ্তাহ আগে ওই নির্বাচকের স্ত্রী করোনা আক্রান্ত হন। সেই সময় থেকেই কোয়ারেন্টিনে ছিলেন তিনি। স্ত্রী সুস্থ হয়ে ফেরার পর আক্রান্ত হন ওই নির্বাচক। পরিবারের বাকি সদস্যদের পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ এসেছে।
ওই নির্বাচককে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, প্রাক্তন রঞ্জি জয়ী ক্রিকেটারের করোনা আক্রান্ত খবর পাওয়ার পরই সিএবি-র তরফ থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর সমস্ত বকেয়া পেমেন্টও মিটিয়ে দেওয়া হয়।
তাছাড়া, সিএবি সূত্রের খবর, ক্রিকেটারদের জন্যও করোনা পরিস্থিতিতে কড়া নিয়ম জারি করা হয়েছে।