লিসবন: জার্মানির প্রাক্তন ফুটবল তারকা মাইকেল বালাকের ছেলের মর্মান্তিক মৃত্যু। পর্তুগালে এক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বালাকের ১৮ বছরের ছেলের। পর্তুগালের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সে দেশের ত্রোইয়া উপদ্বীপে বাবার কেনা জায়গায় কোয়াড বাইক চালাচ্ছিলেন বালাকের ছেলে। এই সময়ই ওই জায়গা বা তার সংলগ্ন এলাকায় বাইক পিছন দিকে উল্টে যায়। বাইক উল্টে গিয়ে বালাকের ছেলের ওপর গিয়ে পড়ে। দমকল বিভাগের কর্মীরা তাঁর প্রাণ বাঁচাতে ছুটে আসেন। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। ঘটনাস্থলেই চেলসি ক্লাবের প্রাক্তন মিডফিল্ডারের ছেলেকে মৃত ঘোষণা করা হয়।
দলের প্রাক্তন খেলোয়াড়ের ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে চেলসি। দ্য ব্লুজের ট্যুইট- চেলসির ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেকেই এমিনিও বালাকের মৃত্যুতে শোকাহত ও মর্মাহত। অত্যন্ত অল্প বয়সেই মৃত্যু হল এমিলিওর। আমরা এই গভীর শোকের সময় তাঁর বাবা মাইকেল বালাক ও তাঁর পরিবারের পাশে রয়েছি।
চেলসিতে খেলার সময় ৪৪ বছরের বালাক ছিলেন দলের সমর্থকদের নয়নের মণি। তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে মনে করা হত বালাককে। দ্য ব্লুজে চারটি মরশুমে খেলেছেন বালাক। ২০১২ তে অবসর ঘোষণার আগে তিনি বেয়ার লিভারকিউসেনে যোগ দিয়েছিলেন।
লিভরকিউসেনের স্পোর্টস ডিরেক্টর রুডি ভোলার বলেছেন, এই মর্মান্তিক খবরে আমি মর্মাহত। এই দুঃসংবাদে আমি শোকাহত। এই শোক সহ্য করার ক্ষমতা যেন বালাকের পরিবার পায়, সেই প্রার্থনা জানাচ্ছি।
দক্ষিণ লিসবনের অবসর বিনোদনের এই জায়গায় অসমান জায়গায় বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে পর্তুগিজ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে। এই অবসর বিনোদনের জায়গাতেই সম্পত্তি রয়েছে বালাকের। সেখানেই দুর্ঘটনা কেড়ে নিল বালাকের ছেলেকে।
উল্লেখ্য, ২০০২-তে জন্ম হয়েছিল এমিলিও-র। সিমোনে লাম্বে ও বালাকের আরও দুই সন্তান রয়েছে। প্রথম সন্তানের জন্ম হয়েছিল ২০০১-এ। তৃতীয় সন্তানের জন্ম হয় ২০০৫-এ।
২০০২-তে জার্মানির হয়ে বিশ্বকাপে খেলেছিলেন বালাক। ২০০৬-এর বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ফাইনালে উঠেছিল জার্মানি।