নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট অব্যাহত। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরেই ৪০ হাজারের বেশি রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৪৪,৬৪৩। মৃতের সংখ্যা ৪৬৪। এর আগে বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪২,৯৮২। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪১,০৯৬। অর্থাৎ, শেষ একদিনে দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩,০৮৩ বেড়ে গিয়েছে।
কেরলে বৃহস্পতিবার বেশে সবচেয়ে বেশি নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ২০,০৪০। মৃত্যু হয়েছে ১১৭ জনের। কেরলে মোট আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩৪.৯৩ লক্ষ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৩২৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩২,৯৭,৮৩৪। চিকিৎসাধীন ১,৭৭,৯২৪।
বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৩৩ জনের মৃত্যু হয়েছিল।শুক্রবারের পরিসংখ্যান অনুয়ায়ী, গতদিনের তুলনায় আক্রান্তর সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা কমেছে।
অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪। এখনও পর্যন্ত করোনার সংক্রমন সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজার। দেখে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা চার লক্ষের বেশি। বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তপ সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার।
এখনও পর্যন্ত দেশে ৫ অগাস্ট পর্যন্ত ৪৯ কোটি ৫৪ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৫৭.৯৭ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। আইসিএমআরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪৭ কোটি ৬৫ লক্ষ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ১৬.৪০ লক্ষ নমুনা। পজিটিভিটি রেট ৩ শতাংশের কম।
দেশে করোনায় মৃত্যু হার ১.৩৪ শতাংশ। রিকভারি রেট ৯৭ শতাংশের বেশি। অ্যাক্টিভ আক্রান্তর হার ১.২৯ শতাংশ।