একসময় দক্ষিণ পূর্ব রেলে টিকিট পরীক্ষক ছিলেন ধোনি। তাঁর সেই সময়কার সহকর্মী রামু কুমার, আনন্দ কুমার, রবিন কুমার ও সত্যপ্রকাশ কৃষ্ণ আজ ইডেনে বিজয় হাজারে ট্রফির ম্যাচ দেখতে এসে ধোনিকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তাঁরা ইডেনে পৌঁছনোর ৪৫ মিনিট আগে খবর পান, ৫৭ রানেই ঝাড়খণ্ডের ৬ উইকেট পড়ে গিয়েছে। ফলে ধোনির ব্যাটিং দেখার আশা ছেড়ে দেন তাঁর প্রাক্তন সহকর্মীরা। কিন্তু তাঁদের হতাশ করেননি ধোনি। তিনি শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেন। অসাধারণ শতরান করে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন।
এখানেই শেষ নয়, সারপ্রাইজ দিতে এসে সারপ্রাইজড হয়ে যাওয়ার আরও বাকি ছিল ধোনির প্রাক্তন সহকর্মীদের। তাঁদের ড্রেসিংরুমে ডেকে নেন ধোনি। এমনকী, টিম হোটেলে নৈশভোজেরও আমন্ত্রণ জানান। ধোনি বুঝিয়ে দেন, খ্যাতির শিখরে পৌঁছে গিয়েও অতীত ভোলেননি তিনি। ধোনির এই ব্যবহারে তাঁর সহকর্মীরা চমত্কৃত। সত্য, রামুরা বলছেন, আকাশ ছুঁয়েও জমিকে ভোলেননি ধোনি।