টেস্ট র্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রাখলেন বিরাট, অশ্বিন
Web Desk, ABP Ananda | 26 Feb 2017 02:31 PM (IST)
দুবাই: পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল হেরে গেলেও, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানেই আছেন ভারতের অধিনায়ক বিরাট। বোলার ও অলরাউন্ডারদের তালিকার শীর্ষেই আছেন অশ্বিন। ভারতের ওপেনার লোকেশ রাহুল ব্যাটসম্যানদের তালিকায় ৪৬ নম্বরে উঠে এসেছেন। এটাই তাঁর জীবনের সেরা র্যাঙ্কিং। পুণেতে ভারতের বিরুদ্ধে ১২ উইকেট নেওয়া বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফি ৩৩ ধাপ উঠে এখন ২৯ নম্বরে। এটাই তাঁর জীবনের সেরা র্যাঙ্কিং। অজি অধিনায়ক স্টিভ স্মিথ টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরেই আছেন। তাঁর রেটিং এখন ৯৩৯। টেস্টের ইতিহাসে এটা ষষ্ঠ সর্বোচ্চ রেটিং।