আবু ধাবি: দীর্ঘদিন পরে মাঠে নামলেন। খেলা হল সম্পূর্ণ ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে। তবে দিনের শেষে তাঁর দল জয় পাওয়ায় খুশি চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ম্যাচের শেষে বললেন, ‘এই পরিবেশ সম্পূর্ণ আলাদা। ম্যাচ শেষ হওয়ার পর আগে যেরকম পরিবেশ থাকত, সেটা এখানে নেই। তবে দীর্ঘদিন পরে খেলতে নেমে আমরা যে পারফরম্যান্স দেখালাম, সেটা ভাল লেগেছে। আমরা পরিবেশ পর্যালোচনা করে নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। এই পরিবেশে কীভাবে বোলিং করতে হবে, সেটা বুঝতে আমাদের কিছুটা সময় লেগেছে। মুম্বইয়ের ব্যাটসম্যানরা ভাল খেলেছে। ওরা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছিল। তবে এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু ইতিবাচক প্রাপ্তি হয়েছে। যদিও অনেকক্ষেত্রে উন্নতি করতে হবে। আমাদের দলের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তা সত্ত্বেও প্রথম ম্যাচে কেউ চোট পাইনি, ভাল খেলা হয়েছে। আমাদের অভিজ্ঞতা কাজে লেগেছে।’


এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে ভাল পারফরম্যান্স দেখান স্যাম কুরান। ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নেওয়ার পর তিনি শেষদিকে ব্যাট করতে নেমে ৬ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর এই ইনিংস দলকে ম্যাচ জিততে সাহায্য করেছেন। স্বভাবতই খুশি এই অলরাউন্ডার।

দল ভাল খেললেও, শেষপর্যন্ত পরাজিত হয়েই মাঠ ছাড়তে হল। ফলে কিছুটা হতাশ মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বললেন, ‘ফাফ দু প্লেসি ও অম্বাতি রায়াডু সেট হওয়ার যেরকম খেলল, আমাদের ব্যাটসম্যানরা সেটা করতে পারেনি। চেন্নাইয়ের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ওরা সবসময় আমাদের সংশয়ে রেখেছিল। এটা আমাদের শিখতে হবে। এই প্রতিযোগিতায় ভারসাম্য বজায় রাখা সবচেয়ে জরুরি। এই ম্যাচে আমরা যে ভুল করেছি, তা থেকে শিক্ষা নিতে হবে। আশা করি ভুল শুধরে নিয়ে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে খেলতে নামব।’