কলকাতা: আইসিসি-র প্রস্তাবিত টেস্ট লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলা কীভাবে এড়ানো যায়, সে বিষয়ে বিসিসিআই-এর আসন্ন বিশেষ সাধারণ সভায় আলোচনা হবে। এমনই জানালেন বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের মতো কোনও প্রতিযোগিতায় যদি ২০টি দল খেলে, তাহলে সব দলের একে-অপরের বিরুদ্ধে খেলা সম্ভব নয়। তাই এই সমস্যার সমাধান খুঁজতে হবে। ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ না হওয়া আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্যই বড় প্রভাব ফেলছে। এ বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে। তবে বিশ্বকাপের মতোই সব দলের একে-অপরের বিরুদ্ধে খেলার প্রয়োজন নেই।’
২০১৯ থেকে ৯ দলের টেস্ট এবং ২০২০ থেকে ১৩ দলের একদিনের আন্তর্জাতিক লিগ চালু করতে চলেছে আইসিসি। গত ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের অক্টোবরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেস্ট লিগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দু’বছরে তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে কমপক্ষে দু’টি এবং সর্বোচ্চ পাঁচটি টেস্ট ম্যাচ হবে। ওয়ার্ল্ড টেস্ট লিগ চ্যাম্পিয়নশিপের ফাইনালও হবে।
একদিনের লিগ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের মাধ্যম হবে। এই লিগে আইসিসি-র ১২টি পূর্ণ সদস্য দেশ ও আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দল খেলবে। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে তিনটি করে ম্যাচ হবে।
টেস্ট ও একদিনের লিগ ছাড়াও পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্ট ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এ বছরের ২৬ ডিসেম্বর থেকে প্রথম চারদিনের টেস্ট ম্যাচ খেলা শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আইসিসি টেস্ট লিগে পাকিস্তানকে এড়ানোর ভাবনায় বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
19 Nov 2017 06:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -