নয়াদিল্লি: ভারতের অধিনায়ক বিরাট কোহলির মতোই চারদিনের টেস্ট ম্যাচের বিপক্ষে প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি বলেছেন, ‘আমি সবসময়ই পরিবর্তনের পক্ষে। প্রথম টি-২০ ম্যাচে আমিই ভারতের অধিনায়ক ছিলাম। তার জন্য আমি গর্বিত। ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলাম আমি। কিন্তু পাঁচদিনের টেস্ট ক্রিকেট রোম্যান্স।’
সহবাগ আরও বলেছেন, ‘গোলাপি বলে খেলা, ক্রিকেটারদের জার্সিতে নাম লেখার মতো পরিবর্তন ঠিক আছে। কিন্তু ডায়াপার ও টেস্ট ম্যাচ যখন আর একেবারেই ব্যবহার করা যাবে না, তখনই বদল করা উচিত। পাঁচদিনের টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়নি। টেস্ট ক্রিকেট ১৪৩ বছরের সুস্থ-সবল ব্যক্তি। তার আত্মা আছে। চারদিনের শুধু চাঁদই হয়, টেস্ট ম্যাচ না।’
বিরাটের পাশাপাশি ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, সীমিত ওভারের দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ অনেকেই চারদিনের টেস্ট ম্যাচের প্রস্তাবের বিরোধিতা করেছেন। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা আইসিসি-র এই প্রস্তাব বিবেচনা করছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
চারদিনের চাঁদই হয়, টেস্ট ম্যাচ নয়: সহবাগ
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jan 2020 12:46 PM (IST)
বিরাটের পাশাপাশি ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী, সীমিত ওভারের দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা সহ অনেকেই চারদিনের টেস্ট ম্যাচের প্রস্তাবের বিরোধিতা করেছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -