নয়াদিল্লি: রাজধানীতে ফের তীব্র বায়ুদূষণ। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ সংস্থার তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৫৬, যা খুব খারাপ। চাঁদনি চকে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩২১, লোধি রোডে ৩৫৫, ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দ অঞ্চলে ৩৪৬ এবং আইআইটি দিল্লিতে ৩৩১।


এয়ার কোয়ালিটি ইনডেক্স ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে ভাল বলে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে সন্তোষজনক। ১০১ থেকে ২০০-র মধ্যে থাকলে সামান্য দূষণ বলে ধরা হয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ ক্ষতিকারক। ফলে দিল্লির বায়ুদূষণ এখন খুব খারাপ পর্যায়ে আছে।

এরই মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদিন দিল্লিতে মেঘলা আকাশ থাকবে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।