কলকাতা: ব্যাট হাতে বিশ্বের অন্যতম সেরা ফিনিসার মহেন্দ্র সিংহ ধোনি। ব্যাটের মতো গ্লাভস হাতেও সমান ফিনিসার তিনি। তীব্র ক্ষিপ্রতায় এমএসের ব্যাটসম্যানদের স্ট্যাম্পিং ও রান আউট করার দক্ষতার কথা সবাই জানেন। তাঁকেই বর্তমানের সেরা উইকেটরক্ষক বলে দাবি করে বিভিন্ন মহলই। উইকেটরক্ষক হিসেবে ধোনির বহুমুখী দক্ষতার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় একদিনের ম্যাচে ধোনির ‘স্লো মোশন স্ট্যাম্পিং’-ও। কুইন্স পাক ওভালে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে এভাবেই স্ট্যাম্প আউট করেন ধোনি। ওই ম্যাচে ভারত নির্ধারিত ৪৩ ওভারে করে ৩১১ রান। রান তাড়া করতে নেমে প্রথম থেকে খুব একটা সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে হোল্ডার ও রস্টন চেজ ৮২ রানের পার্টনারশিপ গড়ে একটা চেষ্টা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত ধৈর্য্য হারিয়ে উইকেটের বাইরে বেরিয়ে এসে কুলদীপ যাদবের বল মারতে গিয়ে স্ট্যাম্প আউট হয়ে যান তিনি। একদিনের ম্যাচে ধোনি ৯৬ টি স্ট্যাম্পিং করেছেন। বিশ্বের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে এতগুলি স্ট্যাম্পিংয়ের কৃতিত্বের অধিকারী মাহি। প্রথম স্থানে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারা। টেস্ট থেকে অবসর নিয়েছেন ধোনি। ৯০ টেস্টে তাঁর স্ট্যাম্পিংয়ের সংখ্যা ৩৮।