টনটন: ওপেনার স্মৃতি মন্ধনার অপরাজিত ১০৬ রানের সুবাদে মহিলা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই সাত উইকেটে হারিয়ে দিল ভারত। ফলে চলতি বিশ্বকাপে টানা দুটি ম্যাচে জয় পেল ভারতীয় দল।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ৮ উইকেটে ১৮৩ রান। দীপ্তি শর্মা, পুনম যাদব ও হরমনপ্রীত কউর দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুতেই পুনম রাউতের (০) উইকেট হারায় ভারত। দীপ্তিও (৬) দ্রুত ফিরে যান। অধিনায়ক মিতালি রাজ করেন ৪৬ রান। রবিবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। তার আগে পরপর দুটি ম্যাচ জিতে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেলেন মিতালিরা।