নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের সাফল্য চোখধাঁধানো। বিশ্বের সবচয়ে আড়ম্বরপূর্ণ টি ২০ টুর্নামেন্টে কোন মরশুমে প্লেঅফে পৌঁছতে পারেনি চেন্নাই, তা মনে করতে গেলে রীতিমতো মাথা ঘামাতে হয়। আসলে আইপিএলের ইতিহাসে এমনটা কখনও হয়েইনি। এখনও পর্যন্ত ১২ বার এই টুর্নামেন্টে হয়েছে। সিএসকে খেলেছে ১০ বার। কিন্তু কোনওবারই সেমিফাইনাল বা প্লে-অফের আগে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি।
সিএসকে-র এই সাফল্যের কারণ জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। সিএসকে-র অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য জানিয়েছেন, আন্তর্জাতিক অধিনায়কদের, যাঁরা কৌশল স্থির করার ব্যাপারে অবদান রাখতে পারেন, এমন খেলোয়াড়দের দলে নেওয়ার ধোনির বুদ্ধিদীপ্ত নীতিই দলের সাফল্যের অন্যতম প্রধান কারণ।

৩৫ বছরের প্রোটিয়া অধিনায়ক বলেছেন, সিএসকে-র এতগুলি বছর ধরে যে সাফল্য পেয়েছে, তার কৃতিত্ব এমএস এবং কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। ওরা অধিনায়কদের নিতে ঝাঁপিয়েছিল। ব্রেন্ডন ম্যাকালাম, আমি, ডোয়েন ব্র্যাভো, এমএস তো বটেই, সুরেশ রায়নাও কিছুটা অধিনায়কত্ব করেছে। কারণ, ওরা এমন ক্রিকেটারদের চায়, যারা ভাবনাচিন্তা করে। কাজেই দলে রয়েছে, বেশ কয়েকজন নেতা। কৌশলী ক্রিকেটারদের অভিজ্ঞতা ওরা কাজে লাগাতে চায় এবং এই নীতি আদতে সফল হয়েছে।
ডুপ্লেসিস বলেছেন, চেন্নাই সুপার কিংসের মতো দলে থাকতে পারাটা দারুণ ব্যাপার। ধোনির মধ্যে রয়েছে দুরন্ত নেতৃত্বের গুণ। ও মাঠে না থাকলে ওভাবটা বোঝা যায়।
উল্লেখ্য, সিএসকে ১০ বার প্লেঅফে পৌঁছেছে এবং তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। দলে ফিল্ডিংকে গুরুত্বদানের প্রসঙ্গও ডুপ্লেসিস জানিয়েছেন। তিনি বলেছেন, দলে রয়েছেন বেশ কয়েকজন ভালো ফিল্ডার।