গুজরাট: আইপিএল শেষ হয়েছে প্রায় মাসখানেক হতে চলল। এবারের টুর্নামেন্টে গুজরাট টাইটান্স প্রথমবার তাদের আইপিএল খেতাব জিতেছে। সেই গুজরাতেই নাকি এখনও চলছে আইপিএল। ঠিক এই কথা বলেই রাশিয়ার বেশ কয়েকজনকে বোকা বানিয়ে টাকা রোজগার করছিল গুজরাতের একদল প্রতারক।
গুজরাতের মেহসানা (Mehsana) জেলার মলিপুর গ্রামের বাসিন্দা শোয়েব ডাবডা এই চক্রের মূল পান্ডা। রাশিয়ার এক পানশালায় আট মাস কাজ করে শোয়েব দেশে ফেরেন। তারপরেই এই ভুয়ো আইপিএল চক্র ফাঁদেন তিনি। নিজের গ্রামেই এক খামারের মধ্যে কয়েকজন বেকার যুবক এবং মজদুর নিয়ে সাজান নকল আইপিএলের রঙ্গমঞ্চ। আম্পায়ার, আইপিএলের দলগুলির জার্সি থেকে হর্ষ ভোগলের অনুকরণ করা ধারাভাষ্যকার, এইচডি ক্যামেরা, কী নেই সেখানে।
রাশিয়ায় কাজ করতেন মূল অভিযুক্ত
শোয়েব যে পানশালায় কাজ করতেন, সেখানে চলত দেদার বেটিং। সেই সূত্রেই তিনি বেশ কিছু রাশিয়ানকে এই ভুয়ো আইপিএলের (Fake IPL Set Up) টোপ দিয়ে সেখানে বাজি ধরার জন্য রাজি করিয়ে নেন। যুবকদের অদলবদল করে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংসের জার্সি পরিয়ে মাঠে নামানো হত। তারাই আম্পায়ারও সাজতেন। পাঁচটি এইচডি ক্যামেরার মাধ্যমে হ্যালোজেনের নীচে অনুষ্ঠিত হত ম্যাচ। সেই ম্যাচ আবার 'আইপিএল' নামে এক ইউটিউব (Youtube) চ্যানেলে সম্প্রচারিত হত। গ্যালারিতে দর্শকদের চিৎকারের আওয়াজ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেটা জুড়ে দেওয়া হতো সম্প্রচারে, গোটা বিষয়টি একেবারে আসলের মতো চেহারা দিতে।
কিন্তু কার্যত নিখুঁত এই পরিকল্পনাও ফাঁস হয়, যখন রাশিয়া থেকে প্রথম দফায় তিন লক্ষ টাকা দেশে আসে। পুলিশ সূত্রে জানানো হয়, 'শোয়েব নিজের গ্রামের এক খামার ভাড়া করে, তাতে হ্যালোজন লাগায়। তারপর ২১ জনকে প্রতি ম্যাচে ৪০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই কাজে লাগায়। ক্যামেরাম্যান ভাড়া করার পাশাপাশি আইপিএলের দলগুলির জার্সিও কেনে।'
পরিকল্পনামাফিক হত লোক ঠকানোর কাজ
কিন্তু কী ভাবে চলত এই নকল আইপিএলের চক্র এবং লোক ঠকানোর কাজ? 'এক চ্যানেল মারফত শোয়েব সরাসরি রাশিয়ানদের বাজি ধরতে বলত। এরপর আম্পায়ারকে ওয়াকি-টকিতে চার বা ছয় বা আউটের নির্দেশ দিত। আম্পায়ারও সেই নির্দেশ ব্যাটার ও বোলারদের কাছে পৌঁছে দিতেন। নির্দেশ পেয়ে বোলাররা মন্থর গতিতে বল করত যাতে ব্যাটাররা সহজেই চার বা ছক্কা মারতে পারেন।' পুলিশের তরফে জানানো হয়।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই মুখোমুখি ভারত-পাকিস্তান, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ