মুম্বই: টুইটারে অভিষেক বচ্চন থেকে অরবিন্দ কেজরীবাল- সমস্ত সেলেবের জাল অ্যাকাউন্ট রয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন সচিন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকর। টুইটারে তাঁরও জাল অ্যাকাউন্ট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন খোদ সচিন।

রবিবার @সারাসচিন_আরটি নামে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে শরদ পওয়ারের এনসিপির উদ্দেশে একটি তির্যক টুইট পোস্ট হয়। ক্ষুব্ধ এনসিপি নেতা জীতেন্দ্র আওহাদ সচিনের কাছে এর ব্যাখ্যা দাবি করেন।



এরপরেই সচিন টুইটারে জানিয়ে দেন, তাঁর মেয়ে সারা বা ছেলে অর্জুন কেউ টুইটারে নেই, জাল অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। টুইটার কর্তৃপক্ষকে দ্রুত এ ধরনের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ারও অনুরোধ করেন তিনি।