দুবাই: তিনি ভারতীয় নন। তিনি পাকিস্তানি। কিন্তু তিনি মহেন্দ্র সিংহ ধোনির সুপার ফ্যান। আর তাই এমএস ধোনির অবসর গ্রহণের পর অবসর নিয়েছিলেন নিজেও। তিনি কোনও ক্রিকেটার নয়, এমনকী এদেশের বাসিন্দাও নয়, তিনি পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক বসির চাচা। কিন্তু এবার ভারতীয় দলের মেন্টর হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে এসেছেন ধোনি। আর বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মাঠে ফিরতেই ফের অবসর ভেঙে ফিরে এসেছেন বসির চাচাও।
মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা এই ধোনিপ্রেমী এবার পৌঁছে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতেও। আগামী রবিবার দুবাইয়ে ভারত- পাক মহারণ দেখতে গ্যালারিতেও দেখা যাবে তাঁকে। আর তার আগেই প্রিয় ধোনিকে স্বাগত জানালেন বসির চাচা। নিজের টি-শার্টে লেখা, 'ওয়েলকাম ধোনি'.. এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ধোনির ফ্যান পেজের থেকে কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে পাক সমর্থকদের মধ্যেও ধোনির জনপ্রিয়তা। পাকিস্তানের জার্সি পরিহিত অনেকেই তাঁদের জার্সির পেছনে ধোনির নাম ও ৭ নম্বর প্রিন্ট করিয়েছেন। ধোনি গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু এরপরও তার জনপ্রিয়তা যে এতটুকুও কমেনি, এই ছবিগুলোই তার প্রমাণ।
আগামী রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফের দেখা যাবে ভারত-পাকিস্তান ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ২ দল কুড়ির ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ডারবানে হওয়া বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচটি যদিও টাই হয়েছিল। বোল আউটে সেই ম্যাচে ৩-০ তে জয় পেয়েছিল ভারত। এরপর টুর্নামেন্টের ফাইনালেও ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে জিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া। এরপরও একাধিক বার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ২ দল আমনে-সামনে হয়েছে। একবার মাত্র জয় পেয়েছে এই ফর্ম্যাটে পাকিস্তান। যদিও তা বিশ্বকাপের মঞ্চে নয়।