ভক্তের এই উপহার পেয়ে আপ্লুত কোহলি। তাঁকে অটোগ্রাফও দেন তিনি। বিসিসিআইএর তরফে ট্যুইটার হ্যান্ডেলে আপলোড করা হয়েছে ওই ছেলেটির আর্টওয়ার্কটি তৈরি করার ভিডিও। বিরাট ভক্তের উপহার, পুরনো মোবাইলের সরঞ্জাম দিয়ে কোহলির পোট্রেট তৈরি করলেন গুয়াহাটির যুবক
Web Desk, ABP Ananda | 05 Jan 2020 12:14 PM (IST)
তুলির আঁচড়ে নয়, কোহলির পোট্রেইট তিনি তৈরি করেছেন ফেলে দেওয়া পুরনো মোবাইলের সরঞ্জাম দিয়ে। ফুটিয়ে তুলেছেন বিরাটের নিখুঁত ছবি।
গুয়াহাটি: আজ গুয়াহাটিতে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা।নতুন বছরে নতুন যুদ্ধ। টি-২০ বিশ্বকাপকে ফোকাসে রেখেই রবিবার শ্রীলঙ্কা সিরিজ শুরু করছে বিরাট ব্রিগেড। তার আগে গুয়াহাটির এক ভক্তের কাছ থেকে পেলেন এক চমৎকার উপহার। জনপ্রিয়তার নিরিখে কোহলি অনেক তারকা-মহাতারকাকেই পিছনে ফেলেছেন। গুয়াহাটিতে পৌঁছে এমনই এক বিরাট ভক্তের সন্ধান পেলেন ক্যাপ্টেন কোহলি। রাহুল পারেখ নামে এই ছেলেটি বিরাটের বড়সড় এক পোট্রেইট তৈরি করে উপহার দিলেন। তুলির আঁচড়ে নয়, কোহলির পোট্রেইট তিনি তৈরি করেছেন ফেলে দেওয়া পুরনো মোবাইলের সরঞ্জাম দিয়ে। ফুটিয়ে তুলেছেন বিরাটের নিখুঁত ছবি।