ধর্ষণে অভিযুক্ত আসারামের আজীবন কারাদণ্ড হয়েছে। সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা। তাঁর দুই সঙ্গীকে ২০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
দীপাবলির দিন স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বেশ কয়েকটি ছবি টুইট করেন ইশান্ত। সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছাও জানান। সেই ছবি নিয়েই শুরু হয় জলঘোলা। দেখা যায়, ইশান্তের ঘরের দেওয়ালে ঝুলছে আসারামের ছবি। বিতর্কিত ধর্মগুরুর ছবি ঘরে রাখায় নেটিজেনরা কড়া ভাষায় ইশান্তের সমালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন ইশান্ত।
তারপরই অবশ্য সেই ছবি ডিলিট করে দেন জাতীয় দলের পেসার।