নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে জল্পনার অন্ত নেই। সোশ্যাল মিডিয়াতে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের অনুরাগীর সংখ্যা প্রচুর। আবার এমনও অনেকে রয়েছেন যাঁরা চান, ধোনি যত শীঘ্র সম্ভব অবসর নিন। এদিন ধোনির অনুরাগী ও ট্রোলারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জোর টক্কর দেখা গেল। মঙ্গলবার ট্যুইটারে সকালে দীপাবলি সহ অন্যান্য বিষয় নিয়ে হ্যাশট্যাগ চলছিল। আচমকাই ধোনির অবসর নিয়ে একটি হ্যাশট্যাগ ভাইরাল হতে শুরু করে। ওই হ্যাশট্যাগ ছিল ‘DhoniRetires’।
আসলে সোমবার রাত থেকেই এই হ্যাশট্যাগ ভাইরাল হয়। ওই হ্যাশট্যাগটি কোথা থেকে এল এবং কে ট্রেন্ড করাতে শুরু করল তা জানা যায়নি। বিসিবিআই বা কোনও ক্রিকেটারের কাছ থেকেই এ রকম কোনও খবরই পাওয়া যায়নি। দেখে নেওয়া যাক, ওই হ্যাশট্যাগ ব্যবহার করে ট্যুইটার ইউজারদের কিছু মেসেজ।
আর এই ট্রেন্ডের পর ধোনির অনুরাগীরাও নতুন একটা হ্যাশট্যাগ চালু করেন, যা হল ‘NeverRetireDhoni’। এসব নিয়ে দুই পক্ষের টক্কর দেখা যায়।