নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) যে নিজের সেরা ফর্মে নেই, তা বলে দেওয়ার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। তবে প্রায় তিন বছর ধরে শতরান না এলেও, কোহলির উন্মাদনায় কিন্তু এতটুকুও ভাটা পড়েনি।


হতাশাজনক ফর্ম


আইপিএলের পর থেকে কোহলি মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটে সেই পাঁচ ম্যাচে (একটি টেস্ট, দুইটি ওয়ান ডে এবং দুইটি টি-টোয়েন্টি) সংগ্রহ  ১১, ২০, ১, ১১, ১৬, ১৭। অনেকেই এই চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পর ভারতীয় দলে কোহলির জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনেক বিশেষজ্ঞ আবার কোহলিকে কয়েকদিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলেননি, জিম্বাবোয়ে সফরেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়। তবে এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতীয় দলে আবার ফিরেছেন তিনি।


দীর্ঘ বিশ্রামের ফলে প্রাক্তন ভারতীয় তারকা নিজের সেরা ফর্মে ফিরবেন, এমনটাই আশা করছেন তাঁর অনুরাগীরা। কোহলির নাম এশিয়া কাপের স্কোয়াডে থাকার পরেই ভক্তরা জাতীয় দলের জার্সি গায়ে তাঁর প্রত্যাবর্তনের প্রহর গুনতে শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের উচ্ছ্বাসও জাহির করেছেন অনেকেই।


 



 



 



 



 






দুরন্ত কৃতিত্ব


ইংল্যান্ড সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে সিরিজ না খেলায়, সরাসরি এশিয়া কাপেই দেখা যাবে কোহলিকে। ২৮ অগাস্ট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। সেই ম্যাচেই মাঠে নামবেন 'কিং কোহলি'। ঘটনাক্রমে, এই ম্য়াচে মাঠে নামলেই এক নতুন মাইলফলক স্পর্শ করবেন কোহলি। এটি তাঁর শততম টি-টোয়েন্টি ম্যাচ হতে চলেছে। আগেই ওয়ান ডে এবং টেস্টে জাতীয় দলের হয়ে শতাধিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। টি-টোয়েন্টিতেও ১০০ ম্যাচ খেললেই তিনি রস টেলরের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন। এখন দেখার দীর্ঘ ছুটির পর অবশেষে কোহলি ফর্মে ফেরেন কি না। 


আরও পড়ুন: হার্দিকের চার ওভার ম্যাচের রং পাল্টে দিতে পারে, মত মোরের