নয়াদিল্লি: বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবের জুটির মন্থর ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। এজন্য ধোনির সমর্থকদের একাংশ ছেড়ে কথা বললেন না সচিনকেও। সোশ্যাল মিডিয়ায় তাঁরা সচিনকে ট্রোল করলেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ৫২ বলে ২৮ রান করে আউট হন ধোনি। এতে ভারতীয় দলের রান রেট কমে যায়। মাঝের ওভারগুলিতে ধোনি ও কেদারের জুটিতে মন্থর গতিতে রান উঠেছে বলে মন্তব্য করেছিলেন সচিন। তিনি বলেন, এই জুটিতে ইতিবাচক মানসিকতার অভাব ছিল।
এরপরই ধোনির হয়ে সওয়াল করতে নেমে সচিনকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন অধিনায়কের অনুরাগীরা।
ভারত ওই ম্যাচে বোলারদের দাপটে কোনওক্রমে জিতেছিল। সচিন বলেছিলেন, ‘আমি কিছুটা হতাশ। এটা আরও ভালো হতে পারত। আমি কেদার ও ধোনির জুটি নিয়েও সন্তুষ্ট নই।খুবই মন্থর ছিল। আমরা স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ৩৪ ওভার ব্যাট করে মাত্র ১১৯ রান করতে পেরেছি। এই একটা জায়গায় আমাদের স্বস্তিতে দেখা যায়নি। কোনও ইতিবাচক ইচ্ছা ছিল না’।
এরপরই ধোনির অনুরাগীদের একাংশ তাঁর সঙ্গে সচিনের তুলনা শুরু করেন। তাঁদের কেউ কেউ আবার সচিন ও ধোনির বায়োপিকের মধ্যেও তুলনা টেনেছেন।




এক ইউজারের দাবি, ‘আমার কাছে সচিনের চেয়ে অনেক বড় ধোনি’।



আর একজনের বক্তব্য, ‘ওই লোকটাই আপনাকে বিশ্বকাপ দিয়েছিল। দলে অন্যতম সেরা ভারতীয় ক্রিকেটাররা থাকতেও আপনি নিজের কেরিয়ারে তার আগে কোনও বিশ্বকাপ জিততে পারেননি।’