গাঁধীনগর: গুজরাত থেকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে সরকারিভাবে দলে যোগ দেওয়ার পর তিনি আমদাবাদে গিয়ে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। ৫ জুলাই এই নির্বাচন হবে।


নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর বিদেশসচিব ছিলেন জয়শঙ্কর। এবার তিনি বিদেশমন্ত্রী হয়েছেন। তবে এখনও পর্যন্ত তিনি সাংসদ হননি। নিয়মানুসারে, মন্ত্রী হওয়ার ৬ মাসের মধ্যে লোকসভা বা রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে হয়। সেই কারণেই রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হলেন জয়শঙ্কর।

গুজরাতে এবার রাজ্যসভার দু’টি আসনে আলাদাভাবে নির্বাচন হবে। অপর আসনে বিজেপি প্রার্থী দলের ওবিসি শাখার সভাপতি যুগলজি ঠাকোর। দু’টি আসনের নির্বাচন একসঙ্গে করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদনে সাড়া দেয়নি। কংগ্রেস প্রার্থী করেছে গৌরব পাণ্ড্য ও চন্দ্রিকা চুদাসামাকে।