নয়াদিল্লি: চলতি মাসের গোড়ায় গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টি ২০ ম্যাচ ভেস্তে গিয়েছিল। সামান্য বৃষ্টির পর গ্রাউন্ডস স্ট্রাফরা মাঠ খেলার জন্য তৈরি করে দিতে পারেননি। ফলে একটি বলও করা সম্ভব হয়নি। ম্যাচ ভেস্তে গিয়েছিল। এই ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিসিসিআই-কে। এই ঘটনার পর পক্ষকাল পরই ফের সমালোচনার মুখে পড়তে হল বিসিসিআই এবং এর নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রাজকোটে আন্তর্জাতিক ম্যাচের সময় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বিসিসিআই এবং সৌরভকে নিশানা করেছেন অনুরাগীরা।
সোশাল মিডিয়া ট্যুইটারে একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিও কয়েকজন বয়স্কা মহিলাকে রাজকোটের পিচে কাজ করতে দেখা যাচ্ছে।



ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার এই ভিডিও ট্যুইটারে পোস্ট করা হয়। রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ হয়েছিল রাজকোটে।
ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, উইকেটে হাঁটু মুড়ে বসে মহিলাদের ব্রাশ হাতে পিচ পরিষ্কার করতে দেখা গিয়েছে। অনুরাগীরা পিচের তদারকির জন্য যন্ত্রপাতির ব্যবস্থা না করতে পারায় বিসিসিআইয়ের সমালোচনা করেছেন।











এর আগে গুয়াহাটিতেও গ্রাউন্ডস স্টাফদের হেয়ার ড্রায়ার ও স্টিম-আয়রন ব্যবহার করে ম্যাচের জন্য পিচ প্রস্তুত করার চেষ্টা করতে দেখা গিয়েছিল। এরপর রাজকোটের ঘটনাও অনুরাগীরা ভালোভাবে নিতে পারলেন না।
উল্লেখ্য, মাত্র কয়েকমাস হল সৌরভ বিসিসিআই-এর সভাপতি হয়েছেন।