আইসিসি-র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই কোহলি ও বুমরাহ
ABP Ananda webdesk | 20 Jan 2020 06:31 PM (IST)
আইসিসি-র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থানেই বহাল ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই-তিন রেটিং পয়েন্ট বাড়িয়ে তাঁদের অবস্থান আরও মজবুত করেছেন কোহলি ও রোহিত।
নয়াদিল্লি: আইসিসি-র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থানেই বহাল ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই-তিন রেটিং পয়েন্ট বাড়িয়ে তাঁদের অবস্থান আরও মজবুত করেছেন কোহলি ও রোহিত। বোলারদের তালিকায় প্রথম স্থানেই রয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। তাঁর পরের দুই জায়গায় রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও আফগান স্পিনার মুজিব উর রহমান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য ২-১ সিরিজ জেতার পর দলগত র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ভারত। শীর্ষে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৮৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কোহলি। অন্যদিকে ৮৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোহিত। তৃতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম। তাঁর পয়েন্ট ৮২৯। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ফর্মে ফিরেছেন ভারতের ওপেনার শিখর ধবন। আইসিসি র্যা ঙ্কিংয়ে তিনি ১৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ১৫ তম স্থানে। রবীন্দ্র জাডেজা বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়ে ২৭ তম স্থানে পৌঁছেছেন। ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ২২৯ রান করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। আইসিসি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে ২৩ তম স্থানে রয়েছেন স্মিথ। ডেভিড ওয়ার্নার রয়েছেন ষষ্ঠ স্থানে। অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ রয়েছেন দশম স্থানে।