নয়াদিল্লি: সম্ভবত এবার সমগ্র বিতর্কেরই অবসান হতে চলেছে। বৃহস্পতিবার নির্বাচকদের নিশানা করতে গিয়ে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে জড়িয়ে মন্তব্য করে বসেছিলেন প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। বেনজির ভাবেই যার কড়া জবাব দিয়েছেন অনুষ্কাও। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান অনুষ্কা। তারপরই কার্যত নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন দেশের প্রবীণ ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার।


ইংল্যান্ডে ভারতীয় নির্বাচকরা বিরাট-পত্নী অনুষ্কাকে চা দিতে ব্যস্ত ছিল। ফারুখের এই বক্তব্য সামনে আসতেই বিতর্কের সূত্রপাত হয়। দেশের ছোটবড় সব সংবাদমাধ্যমেই শিরোনামে আসেন ফারুখ। চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তাঁর বক্তব্যও। এরপরই দীর্ঘ পোস্টে ফারুখের বক্তব্যের সমালোচনা করেন অনুষ্কা শর্মা। ‘নীরবতাকে দুর্বলতা ভাবা উচিত নয়’, পোস্টে লেখেন অনুষ্কা। ফারুখ ইঞ্জিনিয়ারের নাম না করলেও তাঁকে টিপ্পনি করেই অনুষ্কা তাঁর বক্তব্যের শেষে লেখেন, চা নয়, তিনি কফিই পছন্দ করেন।



৬ ঘণ্টাই হয়েছে অনুষ্কা সোশ্যাল মাধ্যমে তাঁর নীরাবতা ভেঙে এভাবে সরব হয়েছেন। এরই মধ্যে ফারুখ নমনীয় হয়ে বললেন, তাঁর বক্তব্যকে তিল থেকে তাল করা হচ্ছে। নির্বাচকদের ব্যঙ্গ করেছেন, এর সঙ্গে অনুষ্কার কোনও সম্পর্কই নেই, সংবাদমাধ্যমে এই প্রতিক্রিয়াই দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ফারুখ। সঙ্গে তিনি আরও একধাপ এগিয়ে ভারতীয় দলের কোচ ও অধিনায়কের প্রশংসা করে বলেন, “বিরাট কোহলি দারুণ আধিনায়ক। রবি শাস্ত্রীও ভীষণ ভাল কোচ। গোটা বিষয়টিকে অকারণ অতিরঞ্জিত করা হচ্ছে।”