মুম্বই: রঞ্জি ট্রফির ম্যাচে তারকা খচিত মুম্বই দলের বিরুদ্ধে রেলওয়েজের জয়ের মূল কারিগর হয়ে উঠলেন ফাস্ট বোলার হিমাংশু সাঙ্গোয়ান। ছয় উইকেট নিলেন তিনি। তাঁর বোলিং দক্ষতাই সবাইকে মুগ্ধ করেছেন ২৪ বছরের এই ফাস্ট বোলার। ম্যাচে তাঁর শিকার হয়েছেন আজিঙ্কা রাহানে ও পৃথ্বী শ-র মতো খ্যাতিমান ব্যাটসম্যানরা। একটি সময় রেলের টিকিট পরীক্ষক ছিলেন হিমাংশু। এমআরএফ পেস ফাউন্ডেশনেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নিজের সাফল্যের কৃতিত্ব অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রকে দিয়েছেন হিমাংশু।
হিমাংশু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অজি কিংবদন্তী ক্রিকেটার গ্রেন ম্যাকগ্রর থেকে অনুপ্রেরণা পেয়েছি। তিনিই আমার আদর্শ। এমআরএফ ফাউন্ডেশনে থাকার সময় আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। গত মার্চে একটা সংক্ষিপ্ত সময়ের শিবির হয়েছিল। তিনি আমার ভিডিও দেখে কোন জায়গায় উন্নতির প্রয়োজন তা বলে দিতেন। তিনি একটা কথা বলতেন, সমস্যায় পড়লে মৌলিক বিষয়গুলি আঁকড়ে ধরতে হবে। আমি তাঁর তত্ত্বাবধানে প্রচুর বোলিং করেছি এবং তিনি তা খুঁটিয়ে লক্ষ্য করতেন। প্রত্যেক সেশনের পর তিনি আমার মনোবল বাড়াতেন এবং টেকনিক্যাল খুঁটিনাটি সম্পর্কে বলতেন। মৌলিকতা ধরে রাখা ও ধৈর্য্য ধরে থাকা- ম্যাকগ্রর কাছ থেকে শেখা এই দুটি কথা আমার সর্বদা মনে থাকবে। সত্যি কথা বলতে কী, তাঁর পরামর্শ রঞ্জি ট্রফিতে আমাকে প্রচুর সাহায্য করেছে।
দ্বিতীয় ইনিংস মুম্বইতে ১৯৮ রানে অলআউট করে দেয় রেলওয়েজ। প্রথম ইনিংসে মুম্বই ১১৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে রেলওয়েজ করেছিল ২৬৬ রান। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য রেলওয়েজের প্রয়োজন ছিল ৪৭ রানের। কোনও উইকেট না হারিয়েই তারা লক্ষ্যে পৌঁছে যায়।
ভারতীয় ক্রিকেটে উত্থান আর এক টিকিট কালেক্টরেটের, রঞ্জিতে রাহানে ও পৃথ্বী সহ ছয় উইকেট ফাস্ট বোলার হিমাংশু সাঙ্গোয়ানের
ABP Ananda webdesk
Updated at:
02 Jan 2020 08:09 PM (IST)
রঞ্জি ট্রফির ম্যাচে তারকা খচিত মুম্বই দলের বিরুদ্ধে রেলওয়েজের জয়ের মূল কারিগর হয়ে উঠলেন ফাস্ট বোলার হিমাংশু সাঙ্গোয়ান। ছয় উইকেট নিলেন তিনি। তাঁর বোলিং দক্ষতাই সবাইকে মুগ্ধ করেছেন ২৪ বছরের এই ফাস্ট বোলার।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -