কলকাতা: ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলে উঠলেন, 'যুবরাজ সিংহ, আর ইউ ওয়াচিং?' যুবরাজ, আপনি কি দেখছেন?


১১ বলে তখন ৪৫ রানে ব্যাট করছেন যশস্বী জয়সওয়াল। পরের বলে ছক্কা মারলেই ধরে ফেলবেন যুবরাজ সিংহকে (Yuvraj Singh)। ১২ বলে হাফসেঞ্চুরি ছিল যুবরাজের। স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬ ছক্কার সেই ঐতিহাসিক ম্যাচে। সেটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি।


পরের বলে ছয় মারতে পারেননি যশস্বী। বাউন্ডারি মারেন। পরের বলে সিঙ্গল নিয়ে হাফসেঞ্চরি পূর্ণ করলেন। ১৩ বলে ৫০। আইপিএলে রেকর্ড। যশস্বী ভেঙে দিলেন কে এল রাহুল ও প্যাট কামিন্সের রেকর্ড। দুজনরই ১৪ বলে হাফসেঞ্চুরি ছিল আইপিএলে। বৃহস্পতিবার থেকে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হয়ে গেলেন যশস্বীই।


কেকেআর শুধু ৯ উইকেটে পরাস্তই হল না, তাদের প্লে অফ স্বপ্নও এত জোরে ধাক্কা খেল যে, কোমায় চলে যাওয়ার পরিস্থিতি। ৪১ বল বাকি থাকতে পরাজয় মানে এক লাফে নাইটদের রান রেট নেমে গেল -০.৩৫৭ তে। খাতায় কলমে প্লে অফের দরজা বন্ধ হয়ে যায়নি। কিন্তু এখান থেকে প্লে অফে যাওয়া মানে খালি পায়ে এভারেস্টে চড়ার মতো অলৌকিক। 


প্রথমে ব্যাট করে কেকেআর তুলেছিল ১৪৯/৮। ৪২ বলে ৫৭ রান করে কেকেআরের সর্বোচ্চ স্কোরার বেঙ্কটেশ আইয়ার। প্রথম ১২ বলে ২ রান করেছিলেন। তারপর হাফসেঞ্চুরি করে কেকেআরের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়েছিলেন। মনে করা হয়েছিল, ইডেনের অপেক্ষাকৃত মন্থর পিচে নাইটদের স্পিনাররা কামাল করবেন। বৃহস্পতিবার আবার একজন পেসারকে বসিয়ে বাড়তি স্পিনার খেলাল কেকেআর। বৈভব অরোরার জায়গায় অনুকূল রায়। সঙ্গে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা। ভরা ইডেন ভেবেছিল, রাজস্থানের প্রাণ ওষ্ঠাগত করে দেবে কেকেআর। স্বল্প রানের পুঁজি নিয়েও।


যদিও দেড়শো রানের লক্ষ্যকে রাজস্থান খুব একটা লড়াই করার মতো স্কোর বলে মনেই করেনি। বরং বেআব্রু করে দিল কেকেআরের যাবতীয় নকশাকে। প্রথম ওভারে বল করতে এসে প্রতিপক্ষকে চমক দিতে চেয়েছিলেন নীতীশ রানা। কেকেআর ক্যাপ্টেন প্রথম ওভারে খৎচ করলেন ২৬ রান। ১৩.১ ওভারে জেতার রান তুলে নিল রাজস্থান। মাত্র ১ উইকেট খুইয়ে।


জয়ের নায়ক যশস্বী। ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত রইলেন। ২৯ বলে অপরাজিত ৪৮ রান করে সঙ্গত করলেন সঞ্জু স্যামসন। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল রাজস্থান। ১২ পয়েন্ট নিয়ে। কেকেআর নেমে গেল সাত নম্বরে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নাইটদের। নাইটরা ইডেন ছাড়লেন হতাশ চিত্তে। মাথা নীচু করে। কাঁধ ঝুলিয়ে।


আরও পড়ুন: বাইশ গজে যশস্বী ভব! ইডেনে নাইটদের ৯ উইকেটে পিষে দিয়ে গেল রাজস্থান