উত্তর ২৪ পরগনা: বারাসত স্টেডিয়ামে সবুজ-মেরুন ঝড়। ফেডারেশন কাপ সেমিফাইনালের প্রথম লেগে লাজং এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। ফাইনালের রাস্তা প্রায় পরিস্কার করে ফেললেন সনি-জেজেরা। অনবদ্য হ্যাট্রিক জেজের।
১টি করে গোল করেন বিক্রমজিত সিংহ ও আজহার উদ্দিন মল্লিক।

বারাসতের হোম ম্যাচে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে থাকে সঞ্জয় সেন ব্রিগেড। ৪০ মিনিটে জেজের প্রথম গোল। এর পর মাঠ জুড়ে শুধুই বাগানের দাপট, কার্যত খুঁজে পাওয়া যায়নি লাজংকে। ৪৫ মিনিটের মাথায় সবুজ-মেরুনকে ২-০ এগিয়ে দেয় বিক্রমজিতের দুরন্ত গোল। এর পর জেজে ম্যাজিক। ৫ মিনিটের ব্যাবধানে দু-দুটি গোল করে হ্যাট্রিক করলেন জেজে। বাগানের হয়ে পঞ্চম গোলটি আসে খেলার শেষ লগ্নে আজহার উদ্দিন মল্লিকের পা থেকে।

৫-০-এ জয়। তবে গোল সংখ্যা আরো বাড়তে পারত। ১৪ মে দ্বিতীয় লেগের সেমিফাইনাল লাজং এফসির মাঠে খেলতে যাবে মোহনবাগান।

ফেডারেশন কাপের ফাইনালে পৌছন শুধু মাত্র সময়ের অপেক্ষা সঞ্জয় সেন ব্রিগেডের। এই প্রতিযোগীতায় ৩ ম্যাচে ১২ গোল করল মোহনবাগান। এই ধারা বজায় থাকলে আই লিগ না পেলেও এ মরশুমের ফেড কাপ চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেই পারে সবুজ-মেরুন ব্রিগেড।