লন্ডন: উইম্বলডনে একই দিনে ২টো বড় ঘটনা। স্বপ্নভঙ্গ রজার ফেডেরারের। প্রত্যাশা ছিল তাঁকে নিয়ে। কিন্তু অপ্রত্যাশিতভাবেই কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন রজার। অন্যদিকে স্বপ্নের ফর্ম অব্যাহত নোভাক জকোভিচের। পোল্যান্ডের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠে গেলেন তিনি।
এদিনের সবচেয়ে বড় অঘটন হয় রজার ফেডেরারের ম্যাচে। উইম্বলডন বরাবরই রজারের পয়া কোর্ট। কিন্তু এই পয়া কোর্টেই হারের সম্মুখিন হতে হল ফেডেক্সকে। এইবার উইম্বলডনে জিতলে ৯ বার এই টুর্নামেন্টে খেতাব জয়ের মালিক হতেন রজার। তা আর হল না। পোল্যান্ডের প্রতিপক্ষ হুবের হুরকাজের বিরুদ্ধে এদিন স্ট্রেট সেটে হেরে যান ফেডেরার। খেলার ফল হুবেরের পক্ষে ৬-৩, ৭-৬(৪), ৬-০।
এদিন প্রথম থেকেই খুব একটা চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না ফেডেরারকে। ফরাসি ওপেনে ফেডেরার নাম তুলে নিয়েছিলেন মাঝপথেই। ঘাসের কোর্টে নিজেকে আরও দারুণভাবে মেলে ধরতে চেয়েছিলেন। তার জন্য নিজেকে প্রস্তুতও করে তুলেছিলেন। উইম্বলডনে ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এগোচ্ছিলেন ফেডেরার। কিন্তু ছন্দপতন হল সেমিফাইনালে ওঠার লড়াইয়েই। এই টুর্নামেন্ট জিতলে মার্টিনা নাভ্রাতিলোভার অল ইংল্যান্ড ক্লাবে ৯ বার সিঙ্গলস জয়ের নজির ছুঁতে পারতেন ফেডেরার। কিন্তু সেই স্বপ্ন এবারের মত ভেঙে গেল। বয়স জনিত কারণে ও চোট আঘাত থেকে বাঁচতে এখন বছরে সব টুর্নামেন্টে অংশ নেন না সুইস টেনিস তারকা। কিন্তু উইম্বলডনে হেরে যাওয়ায় এবার চলতি বছরে আর কোনও গ্র্যান্ড স্ল্যামে জিততে পারেন কিনা ফেডেরার, তা এখন দেখার।
অন্যদিকে, হাঙ্গেরির মার্টন ফুচকোভিচের বিরুদ্ধে উইম্বলডনের কোয়ার্টারে খেলতে নেমেছিলেন জোকার। এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। কিছুদিন আগেই ফরাসি ওপেন জিতেছেন। এবার উইম্বলডনেও জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলন সার্বিয়ান টেনিস তারকা। বিশ্বের ১ নম্বর টেনিস প্লেয়ার নোভাকের পক্ষে খেলার স্কোর ৬-৩,৬-৪,৬-৪। এই নিয়ে ১০ নম্বর বার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন জকোভিচ। যে কোনও গ্র্যান্ড স্ল্যামে এই নিয়ে ৪১ তম বার সেমিফাইনালে উঠলেন। ঘাসের কোর্টে ১০০ তম ম্যাচ জয়।