শীঘ্রই অবসর নিতে পারেন, ইঙ্গিত ফেডেরারের
Web Desk, ABP Ananda | 30 Jan 2017 10:48 AM (IST)
মেলবোর্ন: ৩৫ বছর বয়সে ১৮-তম গ্র্যান্ডস্ল্যাম জেতার পর এবার কি অবসর নিতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় রজার ফেডেরার। এই সুইস তারকা এমনই ইঙ্গিত দিয়েছেন। রাফায়েল নাদালকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর রড লেভার এরিনায় হাজির থাকা দর্শকদের উদ্দেশে বলেন, ‘আশা করি পরের বছরও আপনাদের সঙ্গে দেখা হবে। তবে যদি সেটা না হয়, তাহলে এই বছরটা দারুণ কাটল। আজ রাতে এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।’ গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমবার অস্ত্রোপচার হয় ফেডেরারের। ৬ মাস তাঁকে কোর্টের বাইরে থাকতে হয়। চোট সারিয়ে কোর্টে ফিরে সাফল্য পেয়েছেন। সেরা ফর্মে থাকা অবস্থাতেই সরে যাওয়ার কথা ভাবছেন ফেডেরার। তিনি বলেছেন, ‘গত বছরটা আমার খুব খারাপ কেটেছে। ফের চোট পেয়ে যদি আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারি, তাহলে কী হবে জানি না। পরের গ্র্যান্ডস্ল্যাম কোনটা হবে, এই পর্যায়ে আর সুযোগ পাওয়া যাবে কি না, সেটা কেউ বলতে পারে না। এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন, সেটা বলছি না। কিন্তু হতেই পারে।’