মেলবোর্ন: বয়স কেবলমাত্র একটা সংখ্যা। বহুচর্চিত এই প্রবাদ ফের প্রমাণ করলেন টেনিসের কিংবদন্তী রজার ফেডেরার। ৩৬ বছর বয়সে জিতে নিলেন ২০-তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে ফেডেরার হারালেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে। সুইস তারকার পক্ষে ম্যাচের ফল ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩, ৩-৬, ৬-১। তিন ঘণ্টা তিন মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেলেন ফেডেরার।
আজ কেরিয়ারের ৩০-তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলতে নামার আগে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে একটিও সেট খোয়াননি ফেডেরার। আজ হারলেন দ্বিতীয় ও চতুর্থ সেটে। তবে শেষপর্যন্ত তিনিই জয় পেলেন। ষষ্ঠবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নোভাক জকোভিচ ও রয় ইমার্সনের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশিবার এই প্রতিযোগিতায় সিঙ্গলস খেতাব জেতা খেলোয়াড় হয়ে গেলেন ফেডেরার। তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে জয়-পরাজয়ের রেকর্ড হল ৯৪-১৩। গ্র্যান্ড স্ল্যামে তাঁর জয়-পরাজয়ের রেকর্ড ৩৩২-৫২।
কিছুদিন আগেও টেনিস দুনিয়ার অনেকেই বলাবলি করছিলেন, ফেডেরারের পক্ষে আর গ্র্যান্ড স্ল্যাম জেতা সম্ভব হবে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন এই সুইস তারকা। তিনি অস্ট্রেলিয়ান ওপেনে যে ফর্ম ও ফিটনেসের পরিচয় দিলেন, তাতে এ বছরের বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যামেও তিনিই ফেভারিট।
৩৬-এও তিন ঘণ্টা লড়ে ষষ্ঠবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ফেডেরার
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jan 2018 06:04 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -