লন্ডন: সেন্টার কোর্টে ফেডেরারের ভিন্টেজ শো। মারিন চিলিচকে স্ট্রেট সেটে উড়িয়ে রেকর্ড অষ্টমবারের জন্য উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেডেরার। ফেডেক্সের জয় ৬-৩, ৬-১, ৬-৪ সেটে। আর, এই জয়ের সঙ্গে সঙ্গেই ঘাসের কোর্টে প্রবাদ হয়ে গেলেন সুইস টেনিস কিংবদন্তী।
সেন্টার কোর্টে এদিন ফেডেরারের ভিন্টেজ শো। সপ্তম বাছাই মারিন চিলিচকে নিয়ে প্রায় ছেলেখেলা করে ম্যাচ বের করে নিয়ে গেলেন সুইস কিংবদন্তী। তবে, চোটের কারণে একেবারেই ছন্দে ছিলেন না চিলিচ। প্রথম সেটের পর ম্যাচে তাঁকে প্রায় খুঁজেই পাওয়া যায়নি। এমনকী, ম্যাচের মাঝে কান্নায় ভেঙেও পড়েন ফেডেরারের ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ। ফের উইম্বলডনের রাজা রজার।
https://twitter.com/rogerfederer/status/886613154758664193
পাশাপাশি গড়লেন একাধিক নজির। পিট স্যাম্প্রাসের রেকর্ড ভেঙে পুরুষদের সিঙ্গলসে সর্বাধিক আটবার উইম্বলডন জয়ের নজির গড়লেন তিনি। পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি ১৯ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটিও তাঁর পকেটে। ৩৫ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়ে উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে বয়স্ক চ্যাম্পিয়ন হয়ে রইলেন তিনি।
রাজা রজার! রেকর্ড অষ্টম উইম্বলডন খেতাব জিতলেন ফেডেরার
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jul 2017 09:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -