নয়াদিল্লি: বুধবার ছিল তাঁর ১৬তম বিবাহবার্ষিকী। আর বিশেষ এই দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে বীরেন্দ্র সহবাগ বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকে। স্বকীয় মেজাজে শুভেচ্ছা জানালেন। বীরু-ভক্তদের হাসির উপকরণও দিলেন।

২০০৪ সালে আরতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সহবাগ। বুধবার তিনি ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একটি ছবি পোস্ট করেন সহবাগ। সঙ্গে লেখেন, ‘এই ছবিগুলো থেকে বোঝা যায় কীভাবে একে অপরের গলা জড়িয়ে ধরেছিলাম। ধন্যবাদ আরতি সহবাগ, বিবাহিত জীবনের ১৬ বছর সম্পূর্ণ হল।’



তবে বীরুর আপারকাট তখনও বাকি ছিল। এরপরই সহবাগ লেখেন, ‘তোমার জন্যই নিজেকে প্রত্নতত্ত্ববিদ মনে হয়। যত বয়স হচ্ছে আমাদের, তোমাকে নিয়ে ততই উৎসাহী হয়ে উঠছি।’ তারপর মজা করে প্রাক্তন ক্রিকেটার আরও লেখেন, ‘হ্যাপি ওয়েল্ডিং অ্যানি বার্সি বিবিজী।’



সহবাগের রসিকতা সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। বুধবার তাঁর পোস্টে লাফিয়ে লাফিয়ে বেড়েছে লাইক আর কমেন্ট। আরতিও সোশ্যাল মিডিয়ায় বীরুকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজেদের এক গুচ্ছ ছবি পোস্ট করে আরতি লিখেছেন, ‘স্যুইট ১৬। ১৬ বছরের বিয়ে।’