কলকাতা: যুব বিশ্বকাপে যুবভারতীতে এবার মহিলা রেফারি! টুর্নামেন্টের অন্যান্য ম্যাচে দ্বিতীয় বা তৃতীয় রেফারি হিসেবে মহিলা রেফারিদের অংশগ্রহণ ছিল। কিন্তু এবার পুরোপুরি ম্যাচ পরিচালনার দায়িত্বেই একজন মহিলা রেফারি। শনিবার ১৪ অক্টোবর জাপান-নিউ ক্যালিডোনিয়া ম্যাচ পরিচালনা করবেন এস্থার স্টাবলি নামে এক মহিলা রেফারি।

সাতজন মহিলা ফুটবলার এদেশে যুব বিশ্বকাপ খেলাতে এসেছেন। যাঁদের মধ্য এস্থার স্টাবলিও অন্যতম। কে এই এস্থার স্টাবলি?  জন্ম ৩ অক্টোবর, ১৯৭৯। দেশ সুইজারল্যান্ড। ২০০৬ থেকে ফিফা রেফারি। ২০১৫-তে মহিলাদের বিশ্বকাপে রেফারিং করিয়েছেন তিনি। ২০১৫-তে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও খেলিয়েছেন তিনি।

এই প্রথম ফিফার কোনও পুরুষদের বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন মহিলা রেফরিরা। আর শনিবারের ম্যাচে ফের নয়া মাইলস্টোন। ফুটবলের ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচ পরিচালনা করবেন কোনও মহিলা রেফারি।

এরই মধ্যে শনিবারের ম্যাচ খেলতে শহরে এসে পৌঁছল জাপানের ফুটবল দল।