কলকাতা: দেবীপক্ষের আগেই কলকাতায় ক্রিকেটপক্ষ৷ ইডেন টেস্ট জিতলে পাকাপাকিভাবে আইসিসি টেস্ট  র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা চলে আসবে টিম ইন্ডিয়ার মুঠোয়৷ তবে, সেসব নিয়ে ভাবছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি৷ তাঁর ফোকাসে এখন শুধুই ম্যাচ৷


শুক্রবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। তার আগে শেষ অনুশীলনে রাবার বলেও প্র্যাক্টিস করতে দেখা গেল বিরাট অ্যান্ড কোম্পানিকে৷ পিচের বাউন্স সামলাতে এই ধরণের অনুশীলন যথেষ্ট সাহায্য করে বলে জানালেন ক্যাপ্টেন কোহলি৷

দু’বছর পর ভারতীয় দলে কামব্যাক করেছেন বটে৷ কিন্তু, ইডেন টেস্টে তাঁর ভাগ্যের শিকে আদৌ ছিঁড়বে কি না, তা নিয়ে রীতিমত সংশয়৷ ভারতীয় দলের জার্সি গায়ে ইডেনে ফিরলেও, ঘরের মাঠে কার্যত ব্রাত্যই রয়ে গেলেন কলকাতা-ক্যাপ্টেন গৌতম গম্ভীর৷ অনুশীলনে নেমে ফিল্ডিংয়ে যোগ দিলেন বটে৷ কিন্তু, ব্যাটিংয়ের সুযোগ পেলেন প্রায় দেড় ঘণ্টা পর, সবার শেষে৷ অনুশীলন করলেন নেট বোলারদের সঙ্গে৷

যদিও, গম্ভীর-বিরাট কোহলি ঝগড়া যে অতীত, এদিনই সে-আভাস দিলেন ভারতের টেস্ট অধিনায়ক৷ নেটে সাদরে অভ্যর্থনা জানালেন গম্ভীরকে৷ বেশ কিছুক্ষণ হাসি-মস্করাও চলল দু’জনের৷ সঙ্গে, ম্যাচ নিয়ে দীর্ঘ আলোচনা৷

অন্যদিকে, প্রথম টেস্টে হেরে ইতিমধ্যেই বেকায়দায় নিউজিল্যান্ড৷ ইডেন টেস্টের আগে ঘুরে দাঁড়ানোর জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হল তারা৷ প্রয়োজনীয় পরামর্শও দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ তবে অসুস্থতার জন্য এদিন অনুশীলনে নামেননি কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷