কলকাতা: ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কি দীর্ঘদিন পর দলে ফেরা গৌতম গম্ভীরের ঝগড়া মিটে গিয়েছে? আজ ইডেনে তাঁদের আচরণ দেখে তেমনই মনে হল। দিল্লির এই দুই ক্রিকেটার দীর্ঘক্ষণ কথা বললেন, হাসিঠাট্টাও করলেন। কোচ অনিল কুম্বলের সঙ্গেও আলোচনা করতে দেখা গেল গম্ভীরকে। সবমিলিয়ে কানপুরে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলকে সুখী পরিবারের মতোই মনে হচ্ছে।

২০১৩ সালের আইপিএল-এ বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলাকালীন কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান গম্ভীর। এই ঘটনার জেরে তাঁদের সম্পর্ক খারাপ হয়ে যায়। তবে চোট পাওয়া লোকেশ রাহুলের জায়গায় দীর্ঘদিন পরে ভারতীয় দলে সুযোগ পাওয়া গম্ভীর বোধহয় আর অধিনায়ককে চটাতে চাইছেন না। কোহলিও দায়িত্বশীল অধিনায়কের মতো অভিজ্ঞ ক্রিকেটার গম্ভীরের সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলেন।

আজ ভারতীয় দলের অনুশীলনের সময় ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দাঁড়িয়েছিলেন গম্ভীর। কিছুক্ষণ পরে তাঁদের সঙ্গে যোগ দেন কোহলি।


 

দু ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করে ভারতীয় দল। একেবারে শেষদিকে কিছুক্ষণের জন্য ব্যাট করার সুযোগ পান গম্ভীর। আঙুলে চোট থাকায় অশ্বিন এদিন বল করেননি। তিনি ও গম্ভীর একসঙ্গে নেটে ব্যাট করেন। কোহলি অবশ্য গম্ভীরকে শেষদিকে ব্যাট করতে পাঠানোকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, নেটে সব ব্যাটসম্যান বেশিক্ষণ ব্যাট করতে চান না। অনেকেই থ্রোডাউন করেই চলে যান। তাই নেটে কে কতক্ষণ ব্যাট করছেন বা কখন ব্যাট করতে আসছেন সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। এমন নয় যে কেউ নেটে ব্যাট না করা মানেই তিনি খেলবেন না। খেলার আগের দিন সংশ্লিষ্ট ক্রিকেটার কীভাবে প্রস্তুতি নিতে চান সেটাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আজ নেটে ব্যাটিং অনুশীলন করার পাশাপাশি অজিঙ্ক রাহানে ও শিখর ধবনের সঙ্গে ক্যাচ অনুশীলনও করেছেন গম্ভীর। তবে তিনি ইডেন টেস্টে খেলবেন কি না সেটা আজ স্পষ্ট হয়নি।