নয়াদিল্লি: ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের দাবি, তাঁর প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষার কারণেই ক্রমাগত তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার করে যাচ্ছেন। তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তবে এতে তাঁর কিছু যায় আসে না। তিনি ইতিহাসে নিজের নাম খোদাই করার কাজে ব্যস্ত। সেই ইতিহাস কেউ বদলাতে পারবে না।

দেশের হয়ে ডেভিস কাপে বহু সাফল্য পেয়েছেন লিয়েন্ডার। আটলান্টা অলিম্পিকে সিঙ্গলসে পদক পেয়েছিলেন তিনি। পেশাদার সার্কিটেও তাঁর সাফল্য প্রচুর। কিন্তু তারপরেও বিতর্ক লিয়েন্ডারের নিত্যসঙ্গী। সেই কারণেই এবার মুখ খুলেছেন এই টেনিস তারকা। কারও নাম না করে সমালোচকদের একহাত নিয়েছেন তিনি।

সমালোচকদের উদ্দেশে লিয়েন্ডারদের বার্তা, ‘কেরিয়ারের এই সময়ে এসে দেখছি, আমাকে বেশিরভাগ প্রতিদ্বন্দ্বীই ঈর্ষা করে। তারা বুঝবে না ১৮টা গ্র্যান্ড স্ল্যাম জিততে গেলে এবং সাতবার অলিম্পিকে যোগ দিতে গেলে কী করতে হয়। কেউ কেউ ১০ বার জন্ম নিয়েও এই কৃতিত্ব অর্জন করতে পারবে না। কঠোর পরিশ্রম করার বদলে তারা আমাকে টেনে নামাতে চায়। তারা সাধারণ মানুষের কাছে আমাকে খারাপ মানুষ হিসেবে প্রতিপন্ন করতে চায়। ভাবমূর্তি গড়তে সারা জীবন লাগে। কিন্তু তা নষ্ট করার জন্য এক মুহূর্তই যথেষ্ট। তবে আমি এসব নিয়ে ভাবছি না। নিজের কাজটা করে যেতে চাই আমি।’

এত সাফল্যের পরেও এখনও খেলে যেতে চাইছেন লিয়েন্ডার। তাঁর বক্তব্য, নিজের যোগ্যতায় এই জায়গায় এসেছেন। তাই কোনও জুনিয়র খেলোয়াড় তাঁকে সরিয়ে না দেওয়া পর্যন্ত তিনি খেলে যাবেন।