প্যারিস: ফিফার (FIFA The Best Award 2023) বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। বাইশে বিশ্বকাপ তাঁর হাতে ওঠার পর গোটা বিশ্বেই তার ভক্তরা আবেগে ভেসেছিল। এবার নয়া পালক লিওনেলের মুকুটে। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই পুরষ্কার উঠল মেসির হাতে।


মেসির সঙ্গেই সেরা মহিলা ফুটবলারের পুরষ্কার জিতে নিলেন স্প্যানিশ তারকা


মেসির সঙ্গেই ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরষ্কার জিতে নিলেন স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলাস (Alexia Putellas)। তবে মেসির পাশাপাশি ফিফার এই বছরের বর্ষসেরার একাধিক তালিকায় রয়েছেন আর্জেন্তিনার খেলোয়াড়রা। বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি। গোলকিপারের শিরোপা জিতে নিয়েছেন কাতারে বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন তারকা মিলিয়ানো মার্তিনেজ। 


এর আগেও ফিফার বর্ষসেরা খেলোয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন লিওনেল মেসি


তবে এর আগেও ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন লিওনেল মেসি। ২০১৯ সালে এই শিরোপার অধিকারী হয়েছিলেন তিনি।  এবার তিনি ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রবার্ট লেয়নডস্কিকেও। বিশ্বকাপের ফাইনালের মঞ্চের মতোই ফের একবার  প্যারিস সঁ জরমঁ ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে ( Kylian Mbappe) টেক্কা দিয়ে 'দ্য বেস্ট' তথা ২০২২ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। যে খেতাব জয়ের পথে ৩৫ বছরের ফুটবলার টেক্কা দিয়েছেন গত মরসুমে ব্যালন ডি' অর জয়ী ফ্রান্সের আরেক ফুটবলার করিম বেঞ্জেমাকেও (Karim Benzema)। বিশ্বকাপের আগে ব্যালন ডি'অর জিতলেও চোটের কারণে কাতারে ফ্রান্সের হয়ে খেলতে পারেননি বেঞ্জেমা। এরপরেই তিনি বিশ্বকাপশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।


আরও পড়ুন, কবে ভারতীয় দলে দেখা যাবে পন্থকে? বড় খবর দিলেন সৌরভ


পাশপাাশি গত দু'বারের 'দ্য বেস্ট' পুরস্কার জেতা রবার্ট লেয়নডস্কি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবারে বর্ষসেরা ফুটবলারদের প্রাথমিক নির্বাচনের ১৪ জনের তালিকাতে স্থানই করে নিতে পারেননি। এদিকে, বিশ্বসেরা হওয়ার পথে বিশ্বকাপের মঞ্চে করা সাতটি গোলের সুবাদে সপ্তমবার 'দ্য বেস্ট' খেতাব জিতলেন মেসি। 






ফিফা অ্যাওয়ার্ডের তালিকা দেখুন একনজরে


বর্ষসেরা খেলোয়ার (পুরুষ) লিওনেল মেসি


বর্ষসেরা খেলোয়ার (মহিলা) অ্যালেক্সিয়া পুতেলাস


বর্ষসেরা কোচ (পুরুষ) লিওনেল স্কালোনি


বর্ষসেরা কোচ (মহিলা) সারিনা উইগম্যান


বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ) এমিলিয়ানো মার্তিনেজ


বর্ষসেরা গোলরক্ষক (মহিলা) মেরি ইরাপ্স