জুরিখ: করোনা ভাইরাসের প্রভাব এবার ফুটবলে। চিন, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে এই ভাইরাস মারাত্মক আকার ধারণ করায় স্থগিত রাখা হতে পারে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি। আজ জুরিখে ফিফার সদর দফতরে এ বিষয়ে ফিফা কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এএফসি কর্তারা। এই বৈঠকের পর ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবল ম্যাচের সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্যের বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণে সদস্য দেশগুলির কাছে ম্যাচ স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হতে পারে। এএফসি-র সদস্য দেশগুলির সঙ্গে আলোচনা করেই নতুন সূচি ঠিক করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
এ মাসের ২৬ তারিখ ভুবনেশ্বরে কাতারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। এরপর বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধেও খেলার কথা সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহদের। কিন্তু ফিফার পক্ষ থেকে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে এই ম্যাচগুলিও পিছিয়ে যেতে পারে।
করোনা ভাইরাস: স্থগিত রাখা হতে পারে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2020 08:22 PM (IST)
এ মাসের ২৬ তারিখ ভুবনেশ্বরে কাতারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -