বিশ্ববিদ্যালয়ের এডুকেশনের স্নাতকোত্তরে পড়ানো হবে এই কোর্স। অপশনাল হলেও, পুরোদমে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এই 'হ্যাপিনেস' কোর্সে। পড়তে পারবেন বিজ্ঞান ও বাণিজ্য, দুই বিভাগের পড়ুয়ারাই। বিষয়ের নাম 'এডুকেশন ফর হ্যাপিনেস।
কেন এই পাঠক্রম? লখনউ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের শিক্ষিকা অমিতা বাজপেয়ী জানালেন, এই কোর্সে শেখানো হবে আনন্দের আসন মানে কি। কীভাবে আনন্দে থাকতে হয়। এই কোর্সের অন্তর্ভূক্ত থাকবে দর্শন ও ভগবদ্গীতা। অ্যাকাডেমিক কাউন্সিলে কোর্সটির নকশা পাঠানো হবে শিগগিরিই।
কোর্সটি জনপ্রিয়তা পেলে, পরে ডিগ্রি ও ডিপ্লোমাও চালু করা হতে পারে। খবর, বিভাগ সূত্রে।
Education Loan Information:
Calculate Education Loan EMI