কলকাতা : স্বাধীনতা দিবস পালনের উৎসবের রেশ ফিকে হওয়ার আগেই এসে হাজির ঘোর দুঃসংবাদ। ভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফকে (AIFF) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA) নির্বাসিত করেছে। এআইএফএফ-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যে সিদ্ধান্ত তাঁদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটি নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে বলে ফিফার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। গোটা পরিস্থিতির জেরে আগামীকাল সুপ্রিম কোর্টে (Supreme Court) এআইএফএফ মামলার শুনানি। বৃহস্পতিবার ৩৬ রাজ্য সংস্থাকে জরুরি ভিত্তিতে বৈঠকে ডেকে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে উদ্যোগ নিল এআইএফএফ। অপরদিকে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা আশাবাদী দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশাবাদী ফিফা।
কিন্তু নির্বাসন যদি বহাল থাকে, তাহলে প্রবলভাবে ভুগতে হবে ভারতীয় ফুটবলকে-
- ভারতে নির্ধারিত অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ স্থগিত হতে পারে। আপাতত তা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।
- আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল।
- ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে।
- কোনও ক্লাবই কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না।
- যে বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই সই করেছেন, তাঁরা অন্য কোনও দেশে খেলতে পারবেন না।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই AIFF-এর সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের প্রশাসক কমিটি গড়ে দেয় সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। সেই কারণেই প্রশাসক কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা। প্রশাসক কমিটির পক্ষ থেকে এআইএফএফ-র নির্বাচনের প্রাক্কালে গঠনগত বেশ কিছু পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছিল। যেখানে জানানো হয়েছিল, ৩ বছরের বেশি এআইএফএফ-র কোনও পদে থাকতে পারবেন না কোনও কর্তা। বিলুপ্ত হয়ে যাবে এআইএফএফ-এর সহ সভাপতি পদ। এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটিতে স্থান পাবেন প্রাক্তন ফুটবলাররা (Ex Footballers)। যদিও তাঁদের কার্যকলাপ নিয়ে আপত্তি জানিয়েই নির্বাসনের শাস্তি দিয়েছে ফিফা।