কলকাতা: সফলভাবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। জুরিখে ফিফার সদর দফতর থেকে তিনি চিঠি লিখে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজনের ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।
চিঠিতে মমতার উদ্দেশে ফিফা সভাপতি লিখেছেন, ‘আপনাদের দেশে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে সদর্থক ভূমিকার জন্য আপনার সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আন্তরিকভাবে স্বাগত জানানো ও উষ্ণ আতিথেয়তা প্রদানের জন্য ফিফা প্রতিনিধিদলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।’
ফিফা সভাপতি আরও বলেছেন, সামাজিক ও সাংস্কৃতিক বাধা দূর করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে সবার কাছে ফুটবলকে পৌঁছে দিয়েছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স গড়ে তোলার জন্য এআইএফএফ-কে ১৫ একর জমি দিয়েছেন। ফুটবলের উন্নতি ও মূল্যবোধ তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গ সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন ফিফা সভাপতি। তিনি পশ্চিমবঙ্গে ফুটবলের উন্নতির জন্য ফিফার পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
কলকাতায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ লিগ, প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল, তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণ ও ফাইনাল ম্যাচ হয়েছে। প্রতিটি ম্যাচেই গ্যালারি প্রায় ভর্তি ছিল। দর্শকদের উন্মাদনা যেমন ছিল, তেমনই আয়োজনও নিখুঁত ছিল। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি যেমন কলকাতায় ফুটবলের পরিবেশ দেখে খুশি, তেমনই ফিফাও উৎসাহিত।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সাফল্যের জন্য মমতাকে ধন্যবাদ জানালেন ফিফা সভাপতি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2017 12:16 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -