সাও পাওলোঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবসর নেবেন কাতার বিশ্বকাপের পরই। লিওনেল মেসিও অবসর নেবেন কয়েক বছরের মধ্যেই। কিন্তু সেই তালিকায় এত তাড়াতাড়ি নেমারকে দেখা যাবে, তা আবার হয় নাক! কিন্তু মাত্র ২৯ বছর বয়সেই এমন সিদ্ধান্তের কোথা ভাবনাচিন্তা করছেন ব্রাজিলের ওয়ান্ডারকিড। কাতার বিশ্বকাপই নাকি হতে পারে নেমারের শেষ বিশ্বকাপ। এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।  


সম্প্রতি এক অনুষ্ঠান ‘নেমার অ্যান্ড দ্য লাইন অব কিংস’-এ নিজের বিদায়ের কথা অকপটে জানিয়েছেন তিনি। নেমার বলেন, ‘আমি মনে করি, এটাই হতে যাচ্ছে (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ। আমার কেরিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছি কারণ, আমি জানি না ফুটবলে আরও সময় থাকার মতো আমার মানসিক শক্তি থাকবে কি না।’ কিন্তু এত কম বয়সেই হঠাৎ এমন সিদ্ধান্ত? নেমার বলেন, ‘আমি সবকিছু ভালোভাবে শেষ করতে চাই, আমার দেশের জন্য জিততে সব করব, ছোটবেলা থেকে দেখে আসা আমার সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ করতে যা যা সম্ভব সবকিছু করব। আশা করি সেটি আমি করতে পারব।’


২০১৪ সালে ব্রাজিলে হয়েছিল বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপের মঞ্চে প্রথম অভিষেক হয় নেমারের। যদিও সেবারই ৭-১ গোলের লজ্জার হার হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয় ব্রাজিলকে। এর চার বছর পর রাশিয়ার মাটিতে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ ফুটবল। সেখানেও ব্রাজিলের ভাল পারফরম্যান্স হয়নি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় সেলেকাওদের। সেবার চোটগ্রস্ত নেমারকে পাওয়া নিয়েও সংশয় ছিল। 


২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর থেকে ৪টি বিশ্বকাপে অংশ নিয়েও একবারও জিততে পারেনি তারা। আসন্ন কাতার বিশ্বকাপে কি ফের সাম্বা ঝড় দেখা যাবে? নেমার তো অবশ্যই চাইবেন নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে। 


আরও পড়ুনঃ ''আমিরশাহি পর্বে দল দারুণ প্রত্যাবর্তন করেছে'', আরসিবি ম্যাচের আগে কী বললেন মর্গ্যান?