দোহা: গতবারে ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ক্রোয়েশিয়ার (Croatia Football Team)। চার বছর পর লুকা মদ্রিচরা ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। লক্ষ্য, আবারও ফাইনালে পৌঁছনো। তবে ক্রোয়েশিয়া ও ফাইনালের মাঝে প্রধান অন্তরায় লিওনেল মেসি। আর্জেন্তিনার বিরুদ্ধেই সেমিফাইনালে মাঠে নামবে ক্রোয়েশিয়া (Croatia vs Argentina)। এই ম্যাচে স্বাভাবিকভাবেই নজর থাকবে লিওনেল মেসির দিকেই। সেই ম্যাচে মাঠে নামার বেশ খানিকটা আগেই মেসিকে থামানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছেন ক্রোট কোট জ্লাটকো ডালিচ (Zlatko Dalic)।


পরিকল্পনা তৈরি


চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। কোয়ার্টার ফাইনালে নেদাল্যান্ডসের বিরুদ্ধেও তিনি একটি গোল করার পাশাপাশি অনবদ্য এক পাসে একটি গোল করানও। তাঁকে আটকানোটা নিঃসন্দেহে ক্রোয়েশিয়া রক্ষণের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কী ভাবে মেসিকে থামাবে ক্রোয়েশিয়া? ডালিচ বলছেন, 'আমরা জানি ও কতটা দৌড়তে পছন্দ করে। বল নিজের দখলে রাখাটা ওর ঠিক কতটা পছন্দ। আমাদের রক্ষণের জন্য ওই ম্যাচে নিয়মানুবর্তিতাই সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা ব্রাজিলের বিরুদ্ধে যেমন প্রতিপক্ষকে তেমন জায়গা দিইনি, একে অপরের পাশে দাঁড়িয়েছি, তেমন এই ম্যাচেও করি, তাহলে আমাদের চিন্তা করার কোনও কারণ নেই।'


নজরে গোটা দল


তবে মেসিকে ম্যান মার্কিং করার সম্পূর্ণ বিপক্ষে ডালিচ। পাশাপাশি মেসিকেই যে একমাত্র নজরে রাখতে হবে, এমনটাও কিন্তু নয়। ডালিচ সাফ জানিয়ে দেন, 'আমরা গোটা আর্জেন্তিনা দল নিয়ে বিস্তর পর্যালোচনা করব। ওদের নিয়ে এখনও বিশেষ কিছু ভাবার সময় পাইনি। মেসি এখনও ওদের সেরা খেলোয়াড়। ও এখনও দলের প্রধান ভরসা। ওদের দলে বেশ কিছু ভাল তরুণ খেলোয়াড় রয়েছে এবং ওরা বেশ ভালই পারফর্মও করছে।' 


প্রসঙ্গত, ডাচদের বিরুদ্ধে পেনাল্টিতে জয় পায় আর্জেন্তিনা। অবশ্য লা আলবিসেলস্তে ম্যাচ জিতলেও সেই ম্যাচে মেসিদের দুর্বলতা চিহ্নিত করে ফেলছেন ডালিচ। '(নেদারল্যান্ডস ম্যাচে) ওরা দেখিয়েছে যে ওদের খেলার মধ্যে ফাঁক ফোকর আছে। একসময় ওরা ম্যাচে ২-০ এগিয়ে ছিল, তবে শেষমেশ ২-২ হওয়ার পর ওরা কোনওরকমে পেনাল্টিতে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছয়। আমাদের ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে এবং গোটা সময়টা একাগ্র থাকতে হবে। এটুকু তো আমাদের হাতেই।' মত ডালিচের।


আরও পড়ুন: দায়িত্বে আর্জেন্তাইন রেফারি, কোয়ার্টার ফাইনালে হেরে ফুঁসছেন পর্তুগিজ তারকা