দোহা: লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে (FIFA WC 2022 Final) সকলের নজর ছিল লিওনেল মেসির দিকে। মেসির গোলের প্রত্যাশায় ছিলেন সকল আর্জেন্তাইন সমর্থকই। হতাশ করলেন না 'এলএম১০'। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্স থেকে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। উসমান দেম্বেলে পেনাল্টি বক্সে অ্যাঙ্খেল দি মারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্তিনা। সেই পেনাল্টি থেকেই গোল করেন মেসি। ফ্রান্স গোলরক্ষক উগো লরিস ভুল দিকে ঝাঁপান।
এই নিয়ে নিজেদের চতুর্থ বিশ্বকাপ ফাইনালে খেলছে ফ্রান্স। এইবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পিছিয়ে পড়তে হল। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স পরাজিত হলেও সেইবার পেনাল্টিতে ফরাসিদের হারতে হয়েছিল। জিনেদিন জিদান ফ্রান্সকে ম্যাচের সাত মিনিটে গোল করে দিয়েছিলেন। জবাবে মার্কো মাতেরাজ্জি ইতালির হয়ে সমতায় ফিরিয়েছিলেন।
মেসির রেকর্ড
তিনি বিশ্বকাপ জিতবেন কি না, তা সময় বলবে। তবে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে মাঠে নেমে একটি বিশ্বরেকর্ড গড়লেন লিওনেল মেসি। তিনিই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। মেসি ভেঙে দিলেন জার্মানির কিংবদন্তি লোথার ম্য়াথেউজের রেকর্ড। ম্যাথেউজ বিশ্বকাপে ২৫টি ম্য়াচ খেলেছিলেন। সেটাই ছিল এতদিন কোনও ফুটবলারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির। যা ভেঙে দিলেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ছিল মেসির বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে নামছেন মেসি। যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারও নেই।
অভিনব উদ্যোগ
কোচ হিসাবে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের অভিজ্ঞতা হতে চলেছে তাঁর। যে বিশ্বকাপ আবার মহাতারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি। লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।
ফ্রান্সের সঙ্গে ফাইনালের আগে স্কালোনি বিশ্বের বাছাই করা কয়েকটি সংবাদমাধ্যমে বলেছেন, 'আমি ফুটবলারদের সঙ্গে কথা বলছিলাম। ওদের ধন্যবাদ দেওয়ার বাইরে কিছু বলার নেই। কারণ, ওরা সর্বস্ব দিয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাব। তবে সেটা না হলেও ওদের গর্বিতই হওয়ার কথা। আমি মুহূর্তটা উপভোগ করছি। আশা করছি ওরাও মুহূর্তটা উপভোগ করছে। আমাদের খেলা শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে হবে কারণ, এই ম্যাচ ইতিহাসে জায়গা করে নেবে। তাই উপভোগ করার সুযোগ ছাড়লে চলবে না।'