চট্টগ্রাম: আজ রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে (FIFA WC 2022 final) লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা (Argentina vs France)। গোটা বিশ্বের নজর রয়েছে এই ফাইনালের দিকে। এমবাপে না মেসি, কার হাতে উঠবে কাপ, সেই নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। উত্তেজনার পারদও চড়ছে। সেই উত্তেজনার জোয়ারে ভাসছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও। ফ্রান্স না আর্জেন্তিনা, বিরাট কোহলি, কেএল রাহুলরা (KL Rahul) কাদের সমর্থনে গলা ফাটাবেন?
রাহুলের মন্তব্য
বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। আজ তাই বিশ্রামের পালা। সেই বিশ্রামের মাঝে ভারতীয় শিবিরের সকলেই বিশ্বকাপ ফাইনালের দিকে নজর রাখবেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করা রাহুল বলেন, 'আমি জানি না আমাদের দলের ফ্রান্স বা আর্জেন্তিনাকে কারা সমর্থন করেন। আমরা কেবল আজকের ম্যাচটা উপভোগ করব। আমরা সবাই আজ একসঙ্গে বসে ভাল খাবার উপভোগ করব এবং ম্যাচ দেখব। এই পাঁচদিন বেশ খাটা খাটনি হয়েছে। তাই আজ খেলা দেখেই রাতটা উপভোগ করব। দিনের শেষে বিশ্বকাপ ফাইনাল বলে কথা।'
দলে ব্রাজিল, ইংল্যান্ড সমর্থক
রাহুল আরও জানান দলের বেশ কয়েকজন ব্রাজিল ও ইংল্যান্ডের সমর্থক রয়েছেন। তবে সিংহভাগ খেলোয়াড়রাই যে দলকে সমর্থন করছিলেন, সেইসব দল ইতিমধ্যেই বিশ্বকাপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। 'আমরা সকলেই তো ফুটবল ভালবাসি এবং আমরা তাই ম্য়াচের আগে অনুশীলনেও ফুটবল খেলে গা গরম করি। দলের বেশিরভাগ খেলোয়াড়রা যে দলকে সমর্থন করছিল তারা ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। দলে কিছু ব্রাজিল, কিছু ইংল্যান্ডের সমর্থক ছিল। (বিশ্বকাপ) শুরুর দিকে সকলের ফিফা চলছিল। তবে এখন সবাই একটু হালকা হয়ে অন্যদিকে মন দিয়েছেন। আজ হয়তো আমরা তাই দুইটি দলে ভাগ হয়ে আলাদা আলাদা দলের জন্য গলা ফাটাব। ম্যাচ দেখতে নিঃসন্দেহে বেশ মজাই হবে।'
সন্তুষ্ট রাহুল
রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন কেএল রাহুল। টেস্টে হাড্ডাহাড্ডি লড়ইয়ের পর জয় পেয়ে তিনিও সন্তুষ্ট। শুভমন গিল ও চেতেশ্বর পূজারাকে তিনি প্রশংসায় ভরিয়ে দেন। রাহুল বলেন, 'আমরা বেশ কিছুদিন ধরে এই দেশে রয়েছি। ওয়ান ডে সিরিজের ফলাফল আমাদের পক্ষে যায়নি ঠিকই। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই টেস্ট ম্যাচ জেতায় আমি খুবই খুশি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা একটু সহজ হয়ে গিয়েছিল বটে এবং তাতে আমাদের চাপও বাড়ে। তবে আমরা প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতিতে ভাল ব্যাট করি। দলের লোয়ার অর্ডারের রান করাটা খুবই প্রয়োজনীয়। শুভমন ও পূজি সুযোগটা কাজে লাগিয়ে শতরান করে। সিমাররা প্রথম ইনিংসে উইকেট নেয়। আমাদের বোলিং আক্রমণটা বরাবরই ভাল। সবমিলিয়ে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।'
আরও পড়ুন: প্রথম টেস্টেই জয়ের স্বাদ, ১৮৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল ভারত