কলকাতা: প্রথম টেস্টে (Test) ১৮৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে (Bangladesh) হারাল ভারত (India)। জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ পঞ্চম দিনের প্রথম সেশনেই অল-আউট হয়ে যায় ৩২৪ রানে। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটের পর বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। যদিও ১১৩.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে তাইজুল ইসলাম বোল্ড হতেই চট্টগ্রাম টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া। ২ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত।
ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচে হাত ঘুরিয়ে ৩টি উইকেট নেন তিনি। অক্ষর, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিনরাও উইকেট নেন।
যদিও চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ভারতকে কড়া টক্কর দিলেন বাংলাদেশের ব্যাটাররা। চট্টগ্রামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। শ্রেয়স আইয়ার ও চেতেশ্বর পূজারার জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় রানের ভিত গড়ে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অল-আউট হয় ৪০৪ রানে। শ্রেয়স আইয়ার ৮৬, রবিচন্দ্রন অশ্বিন ৫৮ ও কুলদীপ যাদব ৪০ রান করেন। ৪টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
আরও পড়ুন, মেসিদের ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া রেফারি ফাইনাল পরিচালনার দায়িত্বে!
ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট হয়। ৫ উইকেট নেন কুলদীপ যাদব। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৫৮ রান তুলে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। জাকির হাসান ১০০ ও নাজমুল হোসেন শান্ত ৬৭ রানের ইনিংসের জেরে ভারতকে চাপে ফেলে। যদিও পঞ্চম দিনে ইনিংসের রাশ নিয়ে নেয় টিম ইন্ডিয়া।
ঘরের মাঠে হার বাঁচাতে প্রাণপণ লড়াই করলেও ১৮৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।