দোহা: আজ শনিবার, ৩ ডিসেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস (Netherlands vs USA)। বিশ্বকাপের শেষ আটে পৌঁছনোর হাতছানি দুই দলের সামনে। তবে এই ম্যাচের আগেই বেশ বিপাকে পড়েছেন ডাচরা। নেদারল্যান্ডস দলের সিংহভাগ খেলোয়াড়দের মধ্যে জ্বরের উপসর্গ দেখা দিয়েছে। এর জেরে ম্যাচের আগের দিন ভালভাবে অনুশীলনও সারতে পারল না ডাচ দল।


আক্রান্ত ডাচরা


ম্যাচের আগের দিন ডাচ কোচ লুই ফান হাল (Louis Van Gaal) বলেন, 'আমি ওদের একদিনের বিশ্রাম দিয়েছিলাম। আমাদের দলের খেলোয়াড়রা কোনও সুবিধা-অসুবিধা হলে আমায় এসে বলে এবং আমি ওদের কথা শুনে সেই মতোই সব সিদ্ধান্ত নিই।' সাধারণত ম্যাচের আগের দিন অনুশীলনে ১১ বনাম ১১ জন খেলোয়াড়ের অনুশীলন ম্যাচ হয়। তবে এর পরিবর্তে শুক্রবার ম্যাচের আগেরদিন ডাচ দলের ২৬জন খেলোয়াড়রই হালকা অনুশীলন করে। অবশ্য খেলোয়াড়দের উপসর্গের বিষয়ে এবং কোন কোন খেলোয়াড় জ্বরে আক্রান্ত হয়েছেন, সেই বিষয়ে কিছু জানাতে চাননি ফান হাল। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'এই বিষয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। তবে জ্বর বাড়লে সেটা চিন্তার বিষয়।'


জ্বরের উপসর্গ দেখা গেলেও, ম্যাচে দল নামতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করছেন ফান হাল। প্রসঙ্গত, ফান হালের আগে ব্রাজিল দলের তরফেও এইরকম অভিযোগ করা হয়েছিল। অনেক ব্রাজিলিয়ান তারকার মধ্যেই সুইৎজারল্যান্ড ম্যাচের পর এমন জ্বরের উপসর্গ দেখা গিয়েছিল। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড অ্যান্টনি মাঠের বাতানকুল যন্ত্রকে দলের অসুস্থতার কারণ হিসাবে দায়ী করেছিলেন। নেমারসহ বহু ব্রাজিলিয়ান তারকাই স্যুইৎজারল্যান্ড ম্যাচের পর অসুস্থ বোধ করেন।


প্রতিপক্ষকে সমীহ


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবেন ডাচরা। ম্যাচের আগে কিন্তু প্রতিপক্ষকে একেবারে অবহেলা করছেন না ফান হাল। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র দারুণ একটি দল। আমার মনে হয় এই বিশ্বকাপের অন্য়তম সেরা দল ওরা। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমাদের দলের খেলোয়াড়দের মধ্যে যুক্তরাষ্ট্রকে হারানোর দক্ষতা রয়েছে। আমাদের দলও যথেষ্ট ভাল। এই ম্যাচে প্রমাণ হয়ে যাবে কোন দল বেশি ভাল।' ভারতীয় সময় অনুযায়ী রাত ৮.৩০ শুরু হবে নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্রের ম্যাচ।


আরও পড়ুন: মেসি-রোনাল্ডোয় মাতোয়ারা রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, কে কার হয়ে ধরলেন বাজি ?